
ছবিঃ সংগৃহীত
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ভারত তার নিজস্ব আকাশসীমা থেকেই পাকিস্তানে মিসাইল নিক্ষেপ করেছে।
তিনি জানান, এসব হামলা বেসামরিক এলাকায় আঘাত হেনেছে এবং ভারতের দাবি—এটি সন্ত্রাসী ঘাঁটির ওপর চালানো হয়েছে—তা সম্পূর্ণভাবে মিথ্যা।
খাজা আসিফ বলেন, “ভারতের কথিত ‘সন্ত্রাসী ঘাঁটি টার্গেট’ করার দাবি বাস্তবতা থেকে অনেক দূরে। মূলত বেসামরিক বসতিপূর্ণ এলাকাই আক্রমণের লক্ষ্য ছিল।”
এর আগে ভারত সরকার জানিয়েছিল, তারা "অপারেশন সিন্দূর" এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ৯টি স্থানে হামলা চালিয়েছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা বক্তব্যে এই দাবি অস্বীকার করে বলা হচ্ছে, এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং নিরপরাধ মানুষদের জীবন হুমকির মুখে ফেলেছে।
দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থান সীমান্ত উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে বলে আশঙ্কা করা হচ্ছে আন্তর্জাতিক মহলে।
সূত্রঃ বিবিসি
ইমরান