
ছবি: সংগৃহীত
ভারতের হামলাকে “পাকিস্তানের সার্বভৌমত্বের ঘোরতর লঙ্ঘন” বলে নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার। কিছুক্ষণ আগে এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই হামলা আঞ্চলিক শান্তিকে বিপন্ন করেছে।
তিনি আরও বলেন, পাকিস্তান নিজের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সকল উপায় ব্যবহার করবে।
এদিকে এই হামলার বিষয়ে ভারত সরকার এক বিবৃতিতে জানিয়েছে, তারা ‘অপারেশন সিন্দুর’ নামে একটি সামরিক অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যেখান থেকে ভারতের ওপর সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও নির্দেশনা দেওয়া হচ্ছিল, সেসব স্থাপনাকেই লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মোট নয়টি স্থানে হামলা হয়েছে।
ভারত আরও জানিয়েছে, এই অভিযান "নির্দিষ্ট, পরিমিত এবং উত্তেজনা বাড়ায় না এমনভাবে পরিচালনা করা হয়েছে। পাকিস্তানি কোনো সামরিক স্থাপনায় আঘাত হানা হয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
সূত্র: https://www.aljazeera.com/
রবিউল