ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

এটা খুবই দুঃখজনক: পাকিস্তানে ভারতের হামলার ঘটনায় ট্রাম্প

প্রকাশিত: ০৪:০৬, ৭ মে ২০২৫; আপডেট: ০৪:২০, ৭ মে ২০২৫

এটা খুবই দুঃখজনক: পাকিস্তানে ভারতের হামলার ঘটনায় ট্রাম্প

ছবি: সংগৃহীত

ভারতের পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরে পরিচালিত হামলার বিষয়ে জানতে চাওয়া হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এটা খুবই দুঃখজনক

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এই খবরটা আমরা শুনলাম ঠিক ওভাল অফিসে ঢোকার সময়। আমার মনে হয়, অনেকে বুঝতে পেরেছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে, অতীতের কিছু ইঙ্গিত থেকেই। ওরা (ভারত-পাকিস্তান) দীর্ঘদিন ধরেই সংঘর্ষে জড়িত।

তিনি আরও বলেন, আমি শুধু এটুকু চাই, যেন বিষয়টা খুব দ্রুতই শেষ হয়।

 

সূত্র: https://www.aljazeera.com/

রবিউল

×