ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ভারতের হামলা “যুদ্ধ ঘোষণার শামিল”, হামলার জবাব দেবে পাকিস্তান: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

প্রকাশিত: ০৪:০৫, ৭ মে ২০২৫; আপডেট: ০৪:১৩, ৭ মে ২০২৫

ভারতের হামলা “যুদ্ধ ঘোষণার শামিল”, হামলার জবাব দেবে পাকিস্তান: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে ভারতের হামলাকে “যুদ্ধ ঘোষণার শামিল” বলে অভিহিত করেছেন এবং এর জবাব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন।

তিনি লিখেছেন, “ভারতের চাপিয়ে দেওয়া এই যুদ্ধ ঘোষণার যথাযথ জবাব দেওয়ার পূর্ণ অধিকার পাকিস্তানের রয়েছে এবং সেই জবাব দেওয়া হচ্ছে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “শত্রুকে তার নেক্কারজনক উদ্দেশ্যে কখনোই সফল হতে দেওয়া হবে না।” একই সঙ্গে তিনি দাবি করেন, পাকিস্তানি জাতির মনোবল এখন অত্যন্ত উচ্চে।

এই বিবৃতির মাধ্যমে পাকিস্তান সরকারের প্রতিক্রিয়া এবং পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে উঠতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

সূত্রঃ আল জাজিরা

ইমরান

×