ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

৯ স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা: ভারতের দাবি, নিশানা ছিল সন্ত্রাসীদের অবকাঠামো, পাকিস্তানের সামরিক স্থাপনা নয়

প্রকাশিত: ০৪:০৪, ৭ মে ২০২৫; আপডেট: ০৪:০৬, ৭ মে ২০২৫

৯ স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা: ভারতের দাবি, নিশানা ছিল সন্ত্রাসীদের অবকাঠামো, পাকিস্তানের সামরিক স্থাপনা নয়

ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে ভারতীয় পর্যটকদের ওপর হামলার পাল্টা জবাব হিসেবে পাকিস্তানের ভেতরে বড় ধরনের সামরিক পদক্ষেপ নিয়েছে ভারত। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে পাকিস্তানের অন্তত নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী। এই তথ্য প্রথমে প্রকাশ করে পাকিস্তানি সামরিক কর্তৃপক্ষ এবং পরে নিশ্চিত করে ভারতীয় কর্তৃপক্ষও।

পাকিস্তানের সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, ৬ মে দিবাগত রাতে ভারতের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদের পার্বত্য অঞ্চল সংলগ্ন এলাকায় একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, এই অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’, যার আওতায় পাকিস্তান এবং পাকিস্তান-অধীকৃত জম্মু-কাশ্মিরের ৯টি স্থানে সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামোতে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘কিছুক্ষণ আগে ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছে। পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মিরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে ৯টি জায়গায় আঘাত হানা হয়েছে।’

ভারতীয় সশস্ত্র বাহিনীর দাবি, এ হামলায় পাকিস্তানের সেনাবাহিনীর কোনো অবকাঠামোতে আঘাত হানা হয়নি। অপারেশনটি ছিল ‘কেন্দ্রীভূত, পরিমাপিত’।

ভারতের পক্ষ থেকে জানানো হয়, ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন ভারতীয় নিহত হয়। সেই ঘটনার জবাব হিসেবেই এই সামরিক অভিযান চালানো হয়েছে। হামলার পরপরই ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে লিখেছে, ‘ন্যায়বিচার নিশ্চিত হয়েছে, জয় হিন্দ।’

রাকিব

×