
ছবি: সংগৃহীত
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের সামরিক কর্মকর্তা আহমেদ শরীফ জানিয়েছেন, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন শিশু রয়েছে।
তিনি জানান, হামলার শিকার স্থানের মধ্যে একটি মসজিদও ছিল। এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
অন্যদিকে এক বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন: বিশ্বাসঘাতক শত্রু (ভারত) পাকিস্তানের অভ্যন্তরে পাঁচটি স্থানে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এই জঘন্য আগ্রাসন সহ্য করা হবে না। পাকিস্তান এই অপ্রত্যাশিত হামলার জবাবে দৃঢ় পদক্ষেপ নেওয়ার পূর্ণ অধিকার রাখে এবং সেই প্রতিক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। পুরো জাতি আমাদের সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে। আমাদের মনোবল অটুট। পাকিস্তানের জনগণ এবং সেনাবাহিনী যেকোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।
সূত্র: https://www.bbc.com/news/live/cwyneele13qt?post=asset%3A5e48f61f-76c8-45d0-85c4-91effb1a119c#post
রবিউল