ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ধর্ষণের হুমকির অভিযোগে মুখ খুললেন অভিনেতা শামীম হাসান সরকার

প্রকাশিত: ২৩:৫১, ৬ মে ২০২৫

ধর্ষণের হুমকির অভিযোগে মুখ খুললেন অভিনেতা শামীম হাসান সরকার

ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে সহশিল্পী অভিনেত্রী প্রিয়াঙ্কার করা ধর্ষণের হুমকি ও মাদক সেবনের অভিযোগ নিয়ে সরব হয়ে উঠেছে বিনোদন অঙ্গন। অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৬ মে) রাতে এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান স্পষ্ট করেন শামীম।

প্রিয়াঙ্কা একই দিন বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলের লাইভে এসে দাবি করেন, শুটিং সেটে শামীম তাকে ধর্ষণের হুমকি দিয়েছেন এবং মাদকও সেবন করেন।

শামীম হাসান সরকার সংবাদ সম্মেলনে অভিযোগটি সঠিকভাবে খণ্ডন করে বলেন, যিনি এই অভিযোগ করেছেন, তিনি আগের লটেও আমার সঙ্গে কাজ করেছেন। আমাদের মাঝে কোনও শত্রুতা নেই। সেটে তিনি রিলস ও টিকটক করতে ব্যস্ত ছিলেন, তখন আমি রেগে গিয়ে বলি— এসব করতে হলে বাইরে গিয়ে করো, শুটিং সেটে নয়। এইটুকুই বলেছি, এর বাইরে কিছু নয়।

মাদক সেবনের অভিযোগ প্রসঙ্গে শামীম বলেন, “এটা আরও গুরুতর অভিযোগ। আমাদের শুটিং স্পটে (দোলনচাঁপা হাউস) সিসিটিভি আছে, চাইলে আমি সেই ফুটেজ দিতে পারি। কেউ যদি প্রমাণ করতে পারেন, আমি মিডিয়া ছেড়ে দেবো।”

তিনি আরও বলেন, আমার ক্যারিয়ারে কখনও কোনো সহশিল্পীর গায়ে হাত তুলি নাই। আমি সদ্য বিবাহিত, আমার পরিবারে মা-বোন আছেন। এমন অভিযোগ একেবারেই ভিত্তিহীন।

অভিনেত্রী প্রিয়াঙ্কার টিকটক পার্টনার আনোয়ার ভাইয়ের কথা উল্লেখ করে শামীম বলেন, যদি কারও সঙ্গে এমন কিছু হয়ে থাকে, তাহলে সেটি তো আনোয়ার ভাইয়ের সঙ্গে ঘটার কথা। আমার বিরুদ্ধে এমন অভিযোগ কীভাবে আনলেন, বুঝতে পারছি না।

পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে শামীম জানান, এখন পরিবার ও শিল্পী সংগঠনের সঙ্গে আলোচনা করে যদি আইনগত পদক্ষেপ নিতে বলা হয়, তাহলে তা নেব।

সংবাদ সম্মেলনে অভিনেত্রী শেলি আহসান, নির্মাতা সহীদ উন নবীসহ শুটিং ইউনিটের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এসএফ

×