ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত: ২২:৫১, ৬ মে ২০২৫

চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ছবি: সংগৃহীত

নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার (৬ মে) ঢাকার ৭ম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলামের আদালত এ আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালের ১৪ মে প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ এ মামলা দায়ের করেন। এরপর ২০১৪ সালের ২ জুন চয়নিকা চৌধুরী আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।

আরজিতে বলা হয়েছে, ‘জীবন সুন্দর হোক’ শিরোনামের নাটক নির্মাণের জন্য ২০১২ সালের ২৪ আগস্ট নির্মাতা চয়নিকার সঙ্গে একটি চুক্তি করেন প্রযোজক রিয়াজ। চুক্তি অনুযায়ী চয়নিকাকে ২ লাখ ৩০ হাজার টাকা দেন তিনি। তবে চুক্তি অনুযায়ী নাটক নির্মাণ না করে, পরে চয়নিকা কাজ করতে অপারগতা প্রকাশ করেন।

এরপর চয়নিকা চৌধুরী ২০১২ সালের ৩০ অক্টোবর প্রযোজককে ২ লাখ ৩০ হাজার টাকার একটি চেক প্রদান করেন এবং ২০১৩ সালের জানুয়ারিতে সেটি ভাঙানোর অনুরোধ করেন। কিন্তু একাধিকবার চেকটি জমা দিলেও তা ডিজঅনার হয়। পরে আইনি নোটিশ পাঠানো হলেও চয়নিকাকে অর্থ ফেরত দেননি।

বাদীপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল এনটিভি অনলাইনকে জানান, আজ বাদীর জেরা হওয়ার কথা ছিল। কিন্তু চয়নিকা চৌধুরী আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন খারিজ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার যুক্তিতর্ক শুনানির জন্য আগামী ২৬ জুন দিন ধার্য করেছেন বিচারক।

আসিফ

×