ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

পিএসজি-আর্সেনাল ফাইনালে ওঠার লড়াই

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৫৮, ৭ মে ২০২৫

পিএসজি-আর্সেনাল ফাইনালে ওঠার লড়াই

প্যারিসে অনুশীলনে পিএসজির ফুটবলাররা

পিএসজি ও আর্সেনাল দুই দলই এখন পর্যন্ত ইউরোপিয়ান ফুটবলে শ্রেষ্ঠত্বের স্বাদ পায়নি। দুদই দলের সামনেই অধরা শিরোপ জয়ের হাতছানি। তবে একটিকে যে বাদ পড়তে হচ্ছে আজ! উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ফিরতে লেগে মুখোমুখি হচ্ছে ফরাসি জায়ান্ট পিএসজি (প্যারিস সেন্ট জার্মেই) ও ইংলিশ ক্লাব আর্সেনাল।

হোম ভেন্যু পার্ক ডি প্রিন্সেসে পিএসজি কোচ লুইস এনরিকের জন্য স্বস্তির খবর চোট কাটিয়ে ফিট হয়ে উঠেছেন বড় তারকা উসমান ডেম্বেলে। তার ওপর প্রথম দেখায় প্রতিপক্ষের মাঠ থেকে ১-০ গোলের জয়ে এগিয়ে আছে পিএসজি। অন্যদিকে, একাধিক প্লেয়ারের ফিটনেস ইস্যুতে শুরুর একাদশ সাজাতে কিছুটা বিপাকে আর্সেনাল বস মিকেল আর্তেতা। ফাইনালের টিকেট পেতে বুকো সাকা, মার্টিন ওদেগোদের সর্বোচ্চটা দিয়ে জ্বলে ওঠার আহ্বান জানিয়েছেন তিনি। প্রথম শিরোপার স্বপ্ন বাঁচাতে উত্তাপ ছড়ানো এ ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত একটায়। 
চ্যাম্পিয়ন্স লিগের মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালের ফিরতি লেগের আগে উসমান ডেম্বেলেকে নিয়ে পিএসজি শিবিরে যে শঙ্কার মেঘ জমেছিল, তা অনেকটা কেটে গেছে। চোট কাটিয়ে সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফিরেছেন ফরাসি চ্যাম্পিয়নদের গুরুত্বপূর্ণ এ খেলোয়াড়। প্রথম লেগে গত সপ্তাহে আর্সেনালের মাঠে ১-০ গোলে জয় পায় পিএসজি। সেদিন একমাত্র গোলটি করেন ডেম্বেলে। ওই ম্যাচের পুরোটা যদিও খেলতে পারেননি তিনি।

৭০তম মিনিটে মাঠ ছেড়ে সরাসরি টানেলে চলে যান ফরাসি ফরোয়ার্ড। পরে জানা যায়, হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন ডেম্বেলে। তাতে ঘরের মাঠে ফিরতি লেগে তার খেলার সম্ভাবনা নিয়ে জাগে শঙ্কা। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ৪৫ ম্যাচে ৩৩ গোল ও ১২টি অ্যাসিস্ট করা ডেম্বেলের ফেরার সম্ভাবনা জোরাল হয়েছে। চোট কাটিয়ে সোমবার থেকে পুরোদমে অনুশীলন করেছেন ২৭ বছর বয়সী তারকা। জাতীয় দল কিংবা ক্লাবÑ দুই জার্সিতেই দারুণ একটা মৌসুম পার করছেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড।

ডিসেম্বর থেকে মার্চের মধ্যে ২৫ ম্যাচে করেছিলেন ২০ গোল। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম শিরোপার খোঁজে আছে পিএসজি। দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতাটির ফাইনালে ওঠার জন্য লড়ছে তারা। ২০২০ সালের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে হেরে স্বপ্ন ভেঙেছিল দলটির।
সতীর্থদের উজ্জীবিত করতে ক্লাবের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনোস বলেছেন, আর্সেনাল সেট পিসে স্ট্রং। তাদের রুখে দেওয়ার উপায় জানা আছে পিএসজির। ট্রেবল জয়ের সম্ভাবনার কথা মনে করিয়ে মার্কুইনোস সর্বোচ্চটুকু নিংড়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন। সেট পিসে আর্সেনালের শক্তি বুঝতে খুব বেশি ভাবতে হবেনা। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ডেকলান রাইসের ফ্রি কিক দুটো চোখে লেগে আছে সবার। তবে, খুব একটা নির্ভার থাকতে পারছে না তারাও।

তারুণ্যনির্ভর অপনেন্টের অ্যাট্যাকিং ব্র?্যান্ডের প্লেয়িং স্টাইল সম্পর্কে অবগত কোচ মিকেল আর্তেতা। ফিট থাকলে লিয়ান্দ্রো ট্রসার্ডের নেতৃত্বাধীন আক্রমণভাগকে লেফ্ট মিডফিল্ড থেকে বল জোগান দেওয়ার দায়িত্ব দেওয়া হতে পারে তাকে। হাঁটুর ইনজুরিতে ডিফেন্ডার বেন হোয়াইটকে নিয়েও রয়েছে অনিশ্চয়তা। গানারদের শিরোপা ক্ষরা নিয়ে ট্রল, মিমস, মশকরা কম হয় না। চলতি মৌসুমেও ডমেস্টিক কিছুই জিততে পারেনি তারা।

তবে আর্তেতার অধীনে গত কয়েকটা বছর যেভাবে খেলছে, তাতে নিজেদের মেজর ট্রফি জয়ের দাবিদার বলতেই পারে তারা। এবার ইউসিএল জিতলে, ইংলিশ ক্লাবটির জন্য তা হবে এক নতুন ইতিহাস। আত্মবিশ্বাসী কণ্ঠে কোচ আর্তেতা বলেন, দারুণ উত্তেজনা নিয়ে লড়াইয়ের জন্য তারা প্রস্তুত।

×