ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ভারতের আমদানি শুল্ক ‘শূন্যে’ নামানোর দাবি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:০১, ৭ মে ২০২৫; আপডেট: ০১:০৩, ৭ মে ২০২৫

ভারতের আমদানি শুল্ক ‘শূন্যে’ নামানোর দাবি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ভারত একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, যা ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মতে, দুই দেশের আলোচনাধীন চুক্তিগুলোর মধ্যে প্রথমদিকেই ঘোষণা হতে পারে এমন একটি চুক্তি।

মঙ্গলবার হোয়াইট হাউসে কানাডার মার্ক কারনির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ভারত যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের উপর শুল্ক ‘শূন্যে’ নামিয়ে আনবে। তবে কোন কোন পণ্য বা খাত এই শুল্ক হ্রাসের আওতায় পড়বে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে, শুল্ক হ্রাস বা বাজারে প্রবেশাধিকার (মার্কেট অ্যাক্সেস)। ট্রাম্প বলেন, “ভারত বিশ্বের সবচেয়ে বেশি শুল্ক আরোপকারী দেশগুলোর একটি। আমরা এটি মেনে নেব না। তারা ইতোমধ্যেই একমত হয়েছে এটি কমাতে। তারা এটি শূন্যে নামিয়ে আনবে।”

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা বিষয়ে বিস্তারিত কিছু এখনো প্রকাশ হয়নি। তবে প্রেসিডেন্ট ট্রাম্প পূর্ব থেকেই এই দাবিগুলো স্পষ্টভাবে জানিয়ে আসছেন। তার প্রথম মেয়াদকালে এই দুই দেশ একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যার ঘোষণা হওয়ার কথা ছিল ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্পের ভারত সফরের সময়। কিন্তু শেষ মুহূর্তে আলোচনা ভেঙে পড়ে এবং জো বাইডেন প্রশাসনের সময় তা আর এগোয়নি।

‘লিবারেশন ডে’ উপলক্ষে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রায় সব বাণিজ্যিক অংশীদারের উপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দেন। সেই সময় ভারতের পণ্যে শুল্ক ছিল ২৬ শতাংশ, যা বর্তমানে কমে ১০ শতাংশে নেমে এসেছে। এটি ৯০ দিনের জন্য নির্ধারিত একটি সমতল শুল্কহার, যা সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য, শুধু চীন ব্যতিক্রম—সেখানে চীনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট মঙ্গলবার কংগ্রেসের এক শুনানিতে জানান, যুক্তরাষ্ট্র বর্তমানে তাদের ১৮টি বড় বাণিজ্য অংশীদারের মধ্যে ১৭টির সঙ্গেই আলোচনা চালিয়ে যাচ্ছে। চীন হচ্ছে একমাত্র ব্যতিক্রম। তিনি আশা প্রকাশ করেন, এসব আলোচনা খুব শিগগিরই চুক্তি আকারে প্রকাশ পাবে।

তিনি আরও জানান, ভারতের সঙ্গে চুক্তিটি সম্ভবত সবার আগে ঘোষিত হতে পারে বলে তার প্রত্যাশা।

শহীদ

আরো পড়ুন  

×