ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ট্রাম্পকে কড়া জবাব দিলেন কানাডার প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০১:০০, ৭ মে ২০২৫

ট্রাম্পকে কড়া জবাব দিলেন কানাডার প্রধানমন্ত্রী

ছবি: নিউ ইয়র্ক টাইমস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সদ্য নির্বাচিত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে মুখোমুখি হয়েছেন। বৈঠকে আলোচনার অন্যতম বিতর্কিত বিষয় ছিল ট্রাম্পের মন্তব্যকানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা।

এসময় কানাডার প্রধানমন্ত্রী কার্নিকে কড়া জবাবে স্পষ্টভাবে জানিয়ে দেন, কানাডা বিক্রির জন্য নয়। উত্তরে ট্রাম্প রসিকতা করেন।

তবে বৈঠকের বাকি অংশ ছিল তুলনামূলকভাবে সৌহার্দ্যপূর্ণ। যদিও ট্রাম্প বৈঠকের ঠিক আগে সোশ্যাল মিডিয়ায় কানাডাকে লক্ষ্য করে বাণিজ্য নিয়ে আক্রমণ করেন, এরপরও তিনি মার্ক কার্নির প্রতিগভীর শ্রদ্ধাপ্রকাশ করেন এবং নির্বাচনী বিতর্কে তাঁর পারফরম্যান্সের প্রশংসা করেন। কারনিও পাল্টা প্রশংসা করেন।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

রবিউল

×