
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চরমে। এবার হুমকি নয়, সরাসরি যুদ্ধের ঘোষণা দিলো ইরান। নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাশেম বশীর এর মোড়কে নিজেদের সামরিক শক্তি প্রকাশ্যে এনেছে দেশটি। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরাইল যুদ্ধ শুরু করলে তারা শুধু প্রতিরোধেই থেমে থাকবে না, বরং পাল্টা আক্রমণের প্রস্তুতি নিয়ে অপেক্ষায় রয়েছে।
সম্প্রতি ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন, “যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের স্বার্থ, ঘাঁটি এবং সেনা অবস্থানগুলোতে সরাসরি পাল্টা আঘাত হানা হবে।” তিনি আরও জানান, “যখন এবং যেখানে প্রয়োজন, ইরান হামলা চালাতে সম্পূর্ণ প্রস্তুত।”
এই হুঁশিয়ারির পেছনে কারণ হিসেবে উঠে এসেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দ্বারা ইসরাইলের বেনগুরিয়ন বিমানবন্দরের কাছে চালানো একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা। এর জন্য ইসরাইল দায়ী করেছে ইরানকে এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি হুমকি দিয়েছেন, হুতিদের পাশাপাশি তাদের “ইরানি নিয়ন্ত্রকদেরও” লক্ষ্যবস্তু বানানো হবে। তবে ইরান এই দাবি অস্বীকার করে বলেছে, হুতিরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে হামলা চালিয়েছে এবং ইরান কখনো প্রতিবেশী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে শত্রুতা পোষণ করে না।
এমন পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে পাল্টা ঘোষণা এসেছে তাদের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাশেম বশীর প্রকাশের মাধ্যমে। সলিড ফুয়েল প্রযুক্তিনির্ভর এই ক্ষেপণাস্ত্র ১২০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। সামরিক বিশ্লেষকদের মতে, এই অস্ত্র সহজেই ইসরাইলসহ মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পৌঁছাতে পারে।
এই ক্ষেপণাস্ত্রের মোবাইল লঞ্চার প্রযুক্তি এবং উন্নত নির্ভুলতা ইরানকে নতুন এক সামরিক অবস্থানে পৌঁছে দিয়েছে। এর ফলে ইরান এখন আর শুধুমাত্র একটি প্রতিরোধশীল শক্তি নয়, বরং প্রতিশোধে প্রস্তুত একটি শক্তিশালী প্রতিপক্ষ।
বিশ্লেষকদের মতে, যুদ্ধ শুরু হলে তা আর শুধুমাত্র গোলাগুলির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং হবে প্রযুক্তি বনাম প্রযুক্তির এক কঠিন সংঘর্ষ। ইরান ইতোমধ্যেই দেখিয়ে দিয়েছে, তারা এই যুদ্ধে শুধু প্রতিরক্ষা নয়— প্রতিরোধের বাইরে গিয়ে আক্রমণের খেলায় নামতে প্রস্তুত।
একসময় যে দেশকে বলা হতো ‘মাছ ধরার নৌকা বানাতেও অক্ষম’, সেই ইরান আজ বিশ্বকে চমকে দিচ্ছে প্রযুক্তিগত উন্নয়ন ও সামরিক দক্ষতায়। তাই এবার শুধু হুমকি নয়, গোটা মধ্যপ্রাচ্য শুনতে পাচ্ছে এক গর্জন— ইরান প্রস্তুত ১২০০ কিলোমিটার দূরের যেকোনো শত্রুকে আঘাত হানতে।
ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=Xkuvvkp4vlg
এম.কে.