ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

গণঅভ্যুত্থানে এক সাহসী মায়ের গল্প! একাই ঢাল হয়েছিলেন শত আওয়ামী শত্রুর বিরুদ্ধে

মারিয়া হাসিবা

প্রকাশিত: ০০:২৯, ৭ মে ২০২৫; আপডেট: ০০:৩০, ৭ মে ২০২৫

গণঅভ্যুত্থানে এক সাহসী মায়ের গল্প! একাই ঢাল হয়েছিলেন শত আওয়ামী শত্রুর বিরুদ্ধে

ছবিঃ সংগৃহীত

১৯৭১ সালে আমাদের স্বাধীনতার ইতিহাসে মা-দের অবদান অম্লান হয়ে আছে। সেই সময় মায়েরা সন্তানদের যুদ্ধের পথে পাঠিয়েছিলেন, দেশের জন্য নিজের সন্তানদের জীবনের মায়া ত্যাগ করে, গৌরবের জন্য নিজেদের প্রাণবায়ু ঢেলে দিয়েছিলেন। কিন্তু, ইতিহাসের সে অমলিন গল্প এখনো আমাদের মনে গেঁথে আছে, আর আজও আমরা সেই ত্যাগের ও সাহসের সাক্ষী।

আজও বাংলাদেশের রাজপথে, তেমনি হাজার মা দাঁড়িয়ে আছেন, ইতিহাস যেন ফিরে ফিরে আসছে। এক মা, যিনি গণঅভ্যুত্থানের মাঝে নিজের সন্তান নয়, বরং হাজারো ছাত্র-যুবকের জন্য মা হয়ে উঠেছেন। তার সাহস, তার দৃঢ় মনোবল, রাজপথে তার লড়াই যেন ৭১-এর মায়েদের মতোই এক অপরিসীম প্রেরণা।

যৌথ আন্দোলনের মধ্য দিয়ে জনতার এক বিশাল জাগরণের অংশ হিসেবে, গত ২৪ এর জুলাইয়ে ঢাকার রাজপথে তিনি একাই লড়াই করছেন ছাত্রলীগ-আওয়ামী লীগের সঙ্গে। যখন তাকে গালিগালাজ করা হচ্ছে, তার ওপর হামলা চালানোর হুমকি দেওয়া হচ্ছে, তখনও তিনি এক ফোঁটা ভয় না পেয়ে একাই রুখে দাঁড়িয়েছেন। সামনে অগণিত শত্রু, কিন্তু তাঁর শিরদাঁড়ায় কোনো কাপালি নেই। তিনি সেই মা, যিনি শুধু সন্তানদের জন্য নয়, দেশের জন্য, ভবিষ্যতের জন্য নিজেকে উৎসর্গ করে দিতেও প্রস্তুত। তার দৃঢ়তা যেন ৭১-এর মায়েদের স্মৃতি জাগিয়ে তোলে।

ভিডিও ফুটেজে দেখা যায়, তাকে অকথ্য ভাষায় গালাগালি দেওয়া হচ্ছে, তাকে তেড়ে এসে মারার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তিনি কোনও কিছু না ভেবেই সেই অমানবিক আক্রমণকে উপেক্ষা করে কেবল নিজের সন্তানদের নয়, দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করছেন। তিনি শুধুমাত্র এক মা নন, তিনি হাজারো মায়ের প্রতীক।

এমন দৃঢ়চেতা মায়েদের গল্প যেন আমাদের মনে করিয়ে দেয় যে, একজন মা শুধু সন্তানের জন্ম দেয় না, তিনি জাতির জন্ম দেয়। তিনি লালন করেন, তিনি গড়ে তোলেন, তিনি সমস্ত দুঃখ-কষ্ট বুকে ধারণ করে সমস্ত বাধা অতিক্রম করেন। 

এই গণঅভ্যুত্থান, যে আন্দোলনে মায়ের শক্তি আর সাহসের এক নতুন অধ্যায় রচিত হয়েছে, সেই অভ্যুত্থানের ভিত্তি হয়ে দাঁড়িয়ে আছেন, এক সাহসী মা, আরো অদেখা হাজের সাহসী মা, যারা জন্ম দিয়েছেন এমন হাজারো সাহসী সন্তান, যাদের ত্যাগে আমাদের নতুন পদচারণা। যে মা কখনো নিঃস্ব হয়ে, কখনো ভয়ভীতি উপেক্ষা করে, কোনো বাধা কিংবা দুর্যোগের সামনে মাথা নত না করে, একাই দাঁড়িয়ে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আজকের দিনে, তার সেই যুদ্ধের গল্প যেন আমাদের মনে করিয়ে দেয়, এই মা কখনো পরাজিত হবেন না, নতুনভাবে অনুপ্রেরণা জাগাবে সামনের দিনে। 

মারিয়া

×