
ছবি: সংগৃহীত
বলিউডের রাজা হিসেবে পরিচিত শাহরুখ খান। ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দেবদাস’, ‘বাজিগর’-এর মতো অসংখ্য কালজয়ী সিনেমার মাধ্যমে তিনি ভারতীয় সিনেমাকে পৌঁছে দিয়েছেন বিশ্বের দরবারে। তবুও তিনি কখনও হলিউডে পা রাখেননি। সম্প্রতি নিউ ইয়র্কে অনুষ্ঠিত মেট গালায় প্রথমবারের মতো অংশ নিয়ে আবারো আলোচনায় এসেছেন কিং খান। তবে এক বিব্রতকর ঘটনারও শিকার হন তিনি। বিদেশি গণমাধ্যমের একাংশ তাকে না চিনে "আপনি কে?" প্রশ্ন করলে, শাহরুখ ভদ্রভাবে উত্তর দিলেও ভক্তদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
তবে এই ‘পশ্চিমা অজ্ঞতা’র পেছনে শাহরুখ খান নিজেই একসময় ব্যাখ্যা দিয়েছিলেন কেন তিনি কখনো হলিউডে কাজ করেননি।
২০০৮ সালে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ওম শান্তি ওম’ সিনেমার প্রচারণাকালে এক প্রশ্নের জবাবে শাহরুখ খান বলেন, “আমার ইংরেজি খুব ভালো না। যদি তারা কোনো বোবা চরিত্র দেয় যাকে কথা বলতে হবে না, তাহলে হয়তো। আমি নিজেকে বিশেষ কিছু ভাবি না। আমি ৪২ বছর বয়সী, আর আমি একটু বাদামী।”
তিনি আরও বলেন, “আমি বিশেষ কোনো স্কিল নেই যা আমাকে আলাদা করে। আমি কুং ফু জানি না, ল্যাটিন সালসা নাচতে পারি না, উচ্চতাতেও কম। আমি ইউরোপের অনেক ছবি দেখেছি, সেখানে আমার মতো কারো জন্য জায়গা আছে বলে মনে হয় না।”
বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত থাকা সত্ত্বেও শাহরুখ খানের এই নিজস্বতা, ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং বিনয়ী মানসিকতাই তাকে অনন্য করে তোলে।
আসিফ