
ছবিঃ সংগৃহীত
লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মানসিকভাবে ভালো আছেন জানিয়ে ডা. জাহিদ বলেন, ‘অনেকটা সুস্থ আছেন খালেদা জিয়া। মানসিকভাবেও ভালো আছেন। তিনি আরও জানান, সব ঠিক থাকলে অল্প কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজার’ সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
জোবাইদা রহমান ফিরেছেন, তারেক রহমানও ফিরবেন। সেদিন খুব বেশি দূরে নয়। কিছুদিন পর জোবাইদা রহমান আবারো লন্ডনে যাবেন এবং খুব দ্রুতই তারেক রহমানসহ দেশে ফিরে আসবেন বলে জানান তিনি।
উল্লেখ্য সকাল ১০টা ৪০ মিনিটে খালেদা জিয়া দেশে পৌঁছান। এরপর নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাসের মধ্য দিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হন তিনি। এ সময় সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ ড. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির জানান, দুপুর ১টা ২৫ মিনিটে ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া।
গতকাল সোমবার (৫ মে) লন্ডন সময় দুপুরে তারেক নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে আসেন হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে। এ সময় উপস্থিত পরিবারের সদস্যরা অনেকটাই আবেগ-প্রবণ হয়ে পড়েন বলে জানা যায়।
আরশি