
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের আইন অনুযায়ী, স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করলে স্বামীর জন্য রয়েছে স্পষ্ট শাস্তির বিধান। ‘মুসলিম পার্সোনাল ল’ অনুযায়ী, একজন মুসলিম পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চাইলে তাকে অবশ্যই প্রথম স্ত্রীর সম্মতি নিতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বা নিকাহ রেজিস্ট্রারের কাছে লিখিত আবেদন করে অনুমতি নিতে হয়।
যদি এই নিয়ম না মানে তাহলে প্রথম স্ত্রী আইনগত ব্যবস্থা নিতে পারে। এক্ষেত্রে ১৯৬১ সালের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন অনুযায়ী, এই নিয়ম না মানলে দ্বিতীয় বিয়ে অবৈধ নয় তবে শাস্তিযোগ্য অপরাধ। অনুমতি না নিয়ে বিয়ে করলে স্বামীকে ১ বছর পর্যন্ত কারাদণ্ড, বা ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা, বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।
এছাড়াও প্রতারণা ও আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করতে পারেন। দ্বিতীয় বিয়ের তথ্য গোপন করলে তা বিশ্বাস ভঙ্গ হিসেবে গণ্য হতে পারে।
স্ত্রীকে না জানিয়ে বা আইনগত অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা শুধু নৈতিকভাবেই নয়, আইনগতভাবেও দণ্ডনীয় অপরাধ। তাই এ বিষয়ে সচেতন থাকা ও আইন মেনে চলা জরুরি।
সূত্রঃ https://www.facebook.com/share/v/15nnMXYphP/
আরশি