ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

যে কাজ করলে ফেসবুক মনিটাইজেশন সুবিধা হারাতে পারেন

প্রকাশিত: ২০:১২, ৬ মে ২০২৫

যে কাজ করলে ফেসবুক মনিটাইজেশন সুবিধা হারাতে পারেন

ছবি: সংগৃহীত

ফেসবুক ব্যবহার করে আয় করছেন বা করতে চান—তাহলে সাবধান হোন এখনই। প্ল্যাটফর্মটিতে স্প্যাম ছড়ানো ও অপ্রাসঙ্গিক কনটেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মেটা। সম্প্রতি এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভুয়া বা বিভ্রান্তিকর উপায়ে অ্যালগরিদমকে ফাঁকি দিয়ে আর ফেসবুকে আয় করা যাবে না।

কোন কোন কারণে বন্ধ হতে পারে মনিটাইজেশন?
মেটার নতুন নীতিমালা অনুযায়ী, নিচের ধরনের পোস্ট করলে মনিটাইজেশন সুবিধা হারাতে পারেন—

  • অতিরিক্ত ও অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করা।
  • ছবির সঙ্গে সম্পর্কহীন ও অযথা দীর্ঘ ক্যাপশন লেখা।
  • এক পোস্ট শত শত ফেক অ্যাকাউন্টে শেয়ার করে ভাইরাল করার চেষ্টা।
  • সাজানো বা ভুয়া মন্তব্য তৈরি করা।

এমন পোস্টগুলোতে বিজ্ঞাপন দেখানো বন্ধ করে দেওয়া হবে এবং শুধু অনুসারীদের টাইমলাইনে তা সীমিতভাবে প্রদর্শিত হবে। প্রয়োজনে ওই পোস্ট বা সম্পূর্ণ অ্যাকাউন্ট মুছে ফেলার ব্যবস্থাও নিতে পারে মেটা।

নতুন ফিচার ও নিয়ন্ত্রণ ব্যবস্থা
মেটা জানায়, ভিউ ও আয় কৃত্রিমভাবে বাড়ানোর এসব অনৈতিক চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবেই তারা কিছু নতুন ফিচার ও টুল চালু করেছে।

এখন ব্যবহারকারীরা সরাসরি রিপোর্ট করতে পারবেন কোন মন্তব্য স্প্যাম বা অপ্রাসঙ্গিক বলে মনে হয়েছে।

পেইজ মালিকদের জন্য চালু হয়েছে নতুন মডারেশন টুল, যা ভুয়া অ্যাকাউন্ট বা অন্যের নাম ব্যবহার করা মন্তব্য স্বয়ংক্রিয়ভাবে লুকিয়ে রাখবে।

মেটার বক্তব্য, এই পদক্ষেপের মাধ্যমে মূলত প্রকৃত, গুণগত মানসম্পন্ন কনটেন্টকে উৎসাহিত করা এবং কৃত্রিমভাবে সৃষ্ট ভাইরাল কনটেন্ট বন্ধ করাই তাদের উদ্দেশ্য।

এসএফ

×