ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

আরাকান আর্মি আমাদের জন্য বড় বিপদ হতে পারে: অধ্যাপক শাহীদুজ্জামান

প্রকাশিত: ২২:১০, ৬ মে ২০২৫; আপডেট: ২২:১৮, ৬ মে ২০২৫

আরাকান আর্মি আমাদের জন্য বড় বিপদ হতে পারে: অধ্যাপক শাহীদুজ্জামান

ছবিঃ সংগৃহীত

অধ্যাপক শাহীদুজ্জামান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, এক টকশোতে বলেন, "দেখেন, আমাদের পলিসি সুস্পষ্ট হতে হবে। আমরা যদি মুখ ঘুরিয়ে ভান করি, তাতে কোন লাভ হবে না। কারণ বাস্তবতা হল, আরাকান আর্মি আমাদের নদীর ওপারে অবস্থান করছে এবং তারা এখন রাখাইনকে নিয়ন্ত্রণ করছে। আরাকান আর্মি অত্যন্ত অনিয়মিত এবং তারা বাংলাদেশের মধ্যে অনুপ্রবেশ করেছে। তারা সেন্ট মার্টিনের দিকে নজর রাখছে এবং তাদের পতাকা বাংলাদেশে উড়িয়েছে। যদি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা যায় এবং সামরিক শক্তির মাধ্যমে তাদের শ্রদ্ধাশীল না করা হয়, তাহলে আমাদের জন্য বড় বিপদ হতে পারে।"

তিনি আরও বলেন, "আমরা আশা করতে পারি, যে আগামী সংসদ নির্বাচনগুলোতে জাতীয়তাবাদী শক্তি এবং ধর্মীয় গোষ্ঠী গুলোর সংখ্যাগরিষ্ঠতা হবে। তারা দীর্ঘ সময় ধরে রোহিঙ্গা আর্মির ধারণাকে সমর্থন করে আসছে, যা বাংলাদেশ ও আরাকান আর্মির মাঝে একটি বাফার তৈরি করতে সাহায্য করবে। তবে, রোহিঙ্গাদের মধ্যে দ্বিতীয় প্রজন্ম এখন আরও স্বাধীনতার দিকে মনোযোগী হয়ে উঠেছে, তারা নিজেদের দেশ স্বাধীন করতে যুদ্ধের কথা বলছে।"

তিনি আরো বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বার্মা অ্যাক্ট’-এর সমর্থনে, এটি সময়ের প্রয়োজনীয়তা। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে, বাংলাদেশে এমন একটি সরকার ক্ষমতায় রয়েছে যা তাদের কথায় চলবে। তারা এটি দেখছে যে, বাংলাদেশ এখন ‘ফেভারেবল রেজিম’ এ রয়েছে, যা তাদের স্বার্থে উপকারী।"

অধ্যাপক সায়েদুজ্জামান আরও উল্লেখ করেন, "চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক রয়েছে, তা আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতি বজায় রাখতে সাহায্য করতে পারে। চীন আরাকান আর্মি সম্পর্কে সতর্ক এবং তাদের পক্ষে কাজ করছে না। চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়েরই আগ্রহ হলো দক্ষিণ এশিয়ায় স্থিতি বজায় রাখা, যাতে তাদের অর্থনৈতিক এবং সামরিক পরিকল্পনা সফল হয়।"

অতএব, তিনি বলেন, "আমাদের সামরিক বাহিনীকে প্রস্তুত রাখতে হবে। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তবে এটি গোপন থাকবে। সামরিক প্রস্তুতি আমাদের দেশের নিরাপত্তার জন্য অপরিহার্য, এবং আমাদের এখন থেকেই এই বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত।"

তথ্যসূত্রঃ https://youtu.be/E2Oo1x184F0?si=P-ur6LZgPcsICBUm

মারিয়া

আরো পড়ুন  

×