
ছবি: সংগৃহীত
বিদেশে কর্মরত শ্রমিক, দেশের কৃষক ও গার্মেন্টস শ্রমিকরাই বাংলাদেশের অর্থনীতিকে দুঃসময়ে টিকিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন জি-নাইন-এর সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ।
একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, সেক্টরগুলোর এই দুরবস্থার মধ্যেও দেশকে বাঁচিয়ে রেখেছিল প্রবাসীরা, গার্মেন্টস ওয়ার্কার আর কৃষক। এ তিনটি শ্রেণির মধ্যেই নিম্নবিত্তের সংখ্যা বেশি। তারাই প্রকৃত অর্থে দেশকে ধরে রেখেছে। অন্যদিকে, মধ্যবিত্ত ও উচ্চবিত্তের বড় অংশটি শুধু শোষণ আর লুটপাটেই ব্যস্ত ছিল।
প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, ভোটার হওয়া তো অনেক পরের কথা, তারা দেশে আসলেই যেভাবে এয়ারপোর্টে অবজ্ঞার শিকার হন, তা অত্যন্ত কষ্টের। এটি একটি দীর্ঘদিনের অবহেলা। নাগরিক হিসেবে তাদের সম্মান ও ভোটাধিকার নিশ্চিত করা উচিত।
এসএফ