ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সৈয়দপুরে গোপনে পতিতাবৃত্তি: দালালসহ ৬ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ০১:১৮, ৭ মে ২০২৫

সৈয়দপুরে গোপনে পতিতাবৃত্তি: দালালসহ ৬ জন গ্রেপ্তার

ছবি: প্রতিকী

নীলফামারীর সৈয়দপুরের ঢেলাপীর পুলপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে গোপনে পরিচালিত দেহ ব্যবসার অভিযোগে এক দালালসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ( মে) রাতে থানার ওসি ফইম উদ্দিনের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নয়ন রায় বলেন, অফিসার ইনচার্জ ফইম উদ্দিনের তদারকিতে খবর পেয়ে মঙ্গলবার (৬ মে) রাত ১২টার দিকে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অসামাজিক কাজের অভিযোগে ৫ জনকে আটক করে থানায় আনা হয়। তাদের বিরুদ্ধে ২৯০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনার দিঘলিয়া নুরনগর বিশ্বাসপাড়ার  রফিকুল ইসলামের স্ত্রী তানিয়া আক্তার (২৫), দিনাজপুরের বিরামপুর পৌরসভার পূর্বপাড়ার আফসার আলীর মেয়ে সুলতানা বেগম (৩০), চুয়াডাঙ্গা জেলা শহরের বয়রা শেখের মোড় এলাকার কাওসারের স্ত্রী বৃষ্টি বেগম (২১), ঢাকার যাত্রাবাড়ী কাজলা স্কুলের গলি এলাকার মৃত রাকিবের মেয়ে রিনা আক্তার (১৯), বাগেরহাটের স্মরণখোলা মধ্য বানিয়াখালীর ইয়াকুব হাওলাদারের স্ত্রী সুমি বেগম ওরফে শিউলি (৩০) এবং তাদের দালাল বরিশালের গৌরনদী বাঙ্গিলা এলাকার কবির সরদারের ছেলে কাওসার সরদার (২৪)।


এলাকাবাসীর অভিযোগ, একসময় সৈয়দপুরে পতিতা পল্লি ছিল। যা এলাকাবাসীর আন্দোলনে উচ্ছেদ করা হয়। এর দীর্ঘদিন পর একটি দালাল চক্র বিভিন্নস্থানে বাসা ভাড়া নিয়ে গোপনে  এ ব্যবসা পরিচালনা করে আসছে। তার মধ্যে ঢেলাপীর উত্তরা আবাসন সংলগ্ন পুলপাড়া এলাকার বুলবুল নামে এক ব্যক্তি  পতিতা এনে গোপনে দেহ ব্যবসা চালাচ্ছে দীর্ঘদিন থেকে। যা প্রকাশ হয়ে পড়লে এই অভিযান চালায় পুলিশ। তবে পুলিশ বাড়ির মালিক বুলবুলকে খুঁজছে। তিনি পলাতক রয়েছেন।

তাহমিন/রবিউল

×