
ছবি: সংগৃহীত
বিশ্বখ্যাত বিনিয়োগকারী ও বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী ওয়ারেন বাফেট অ্যাপলের সিইও টিম কুকের নেতৃত্ব ও আর্থিক দক্ষতার ব্যাপক প্রশংসা করেছেন।
শনিবার (৩ মে) বার্কশায়ার হ্যাথাওয়ের বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী বক্তব্যে বাফেট বলেন, "টিম কুক বার্কশায়ারকে যতটা উপকার করেছেন, আমি নিজে ততটা করতে পারিনি।" তাঁর এই মন্তব্যে হাসিতে ফেটে পড়ে সভায় উপস্থিত দর্শকরা।
বাফেট আরও বলেন, "টিম কুক উপযুক্ত কৃতিত্বের সম্পূর্ণ দাবিদার।" তিনি জানান, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে বার্কশায়ার হ্যাথাওয়ে অ্যাপলের প্রায় ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করে, যা ২০২৩ সালের শেষে দাঁড়ায় প্রায় ১৭৩ বিলিয়ন ডলারে। তবে এই সাফল্যের পরও ২০২৪ সালের প্রথম তিন প্রান্তিকে প্রতিষ্ঠানটি অ্যাপলের প্রায় ৬৭ শতাংশ শেয়ার বিক্রি করে দেয়। বছরের শেষে বার্কশায়ার অ্যাপলের ৩০০ মিলিয়ন শেয়ার ধরে রাখে, যার বাজারমূল্য প্রায় ৬২ বিলিয়ন ডলার — $২০৫ দামে প্রতিটি শেয়ারের ভিত্তিতে।
স্টিভ জবসের সঙ্গে টিম কুকের তুলনাও টানেন বাফেট। তিনি বলেন, “আমি স্টিভ জবসকে সংক্ষিপ্তভাবে চিনতাম। তিনি এমন কিছু করে গেছেন, যা অন্য কারও পক্ষে সম্ভব হতো না।” তবে বাফেট স্পষ্ট করে বলেন, “স্টিভ জবস ছাড়া অ্যাপল গড়ে উঠত না, আবার টিম কুক ছাড়া অ্যাপল আজকের উচ্চতায় পৌঁছাত না।”
উল্লেখ্য, ২০১১ সালে সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর টিম কুকের অধীনে অ্যাপলের শেয়ারের দাম স্প্লিট-অ্যাডজাস্টেড ভিত্তিতে $১৫ থেকে বেড়ে দাঁড়িয়েছে $২০৫-এ। এই প্রায় ১৪ গুণ প্রবৃদ্ধি অ্যাপলের বাজার মূলধনকে ঠেলে দিয়েছে ৩ ট্রিলিয়ন ডলারেরও বেশি, যা কুকের দক্ষ ব্যবস্থাপনার একটি উজ্জ্বল প্রমাণ।
এম.কে.