ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

জার্মান বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

অবশেষে হ্যারি কেনের স্বপ্ন পূরণ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:০৯, ৬ মে ২০২৫

অবশেষে হ্যারি কেনের স্বপ্ন পূরণ

অধরা ট্রফি নিয়ে আবেগাপ্লুত হ্যারি কেন

অবশেষে দীর্ঘ ক্যারিয়ারে শিরোপা খরা কাটালেন হ্যারি কেন। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগার শিরোপা জিতে পেলেন ক্যারিয়ারের প্রথম ট্রফির স্বাদ। ফ্রেইবুর্গের বিপক্ষে বায়ার লেভারকুসেনের ২-২ গোলে ড্র করলে ৩৩তম বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত হয়ে যায় বায়ার্ন মিউনিখের। এর আগের দিনই শিরোপা নিশ্চিতের সুযোগ ছিল বায়ার্নের সামনে।

কিন্তু লাইপজিগের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করায় সেদিন শিরোপা উৎসব পিছিয়ে যায়। ইংলিশ তারকা স্ট্রাইকার অবশ্য এই ম্যাচে কার্ড নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারেননি। তবে স্ট্যান্ডে বসেই তিনি উপভোগ করেন ম্যাচটি। ৩২ ম্যাচ শেষে বায়ার্নের পয়েন্ট এখন ৭৬, সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লেভারকুসেন। আর মাত্র দুটি ম্যাচ বাকি থাকায় শিরোপা নিশ্চিত হয়েছিল আগেই।  
সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট করে সেই উচ্ছ্বাস সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করেছেন তিনি। কোনো ভিডিওর  ক্যাপশনে লিখেছেন, ‘আমরা চ্যাম্পিয়ন’। আরেকটিতে লিখেছেন, ‘একসঙ্গে জিতেছি, একসঙ্গে উদ্যাপন করছি’; আর ছবির অ্যালবামের ক্যাপশনে লিখেছেন, ‘কী অসাধারণ অনুভূতি।’
৪৪ ও ৪৮ মিনিটে ম্যাক্সিমিলিয়ান এগেস্টাইন ও পিয়েরো হিনক্যাপি গোল করে ফ্রেইবুর্গকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের ৮২ মিনিটে ফ্লোরিয়ান রিটিজ ও যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জোনাথন টাহ গোল করে লেভারকুসেনের হার ঠেকান। তাতে ২ ম্যাচ হাতে রেখেই বায়ার্নের শিরোপা জেতা নিশ্চিত হয়। গত মৌসুমে টটেনহ্যাম থেকে বায়ার্নে যোগ দেওয়ার পর চলতি মৌসুমেই শিরোপার দেখা পেলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন।

পেশাদার ফুটবল ক্যারিয়ারে পেলেন প্রথম শিরোপার স্বাদ। অথচ একটা শিরোপার জন্যই কেনকে ইংল্যান্ড ছেড়ে জার্মানিতে যেতে হয়েছে। সিনিয়র ক্যারিয়ারের ১৫ বছর, ৬টি ফাইনাল এবং ৬৯৪ ম্যাচ খেলার পর পেলেন প্রথম শিরোপার স্বাদ। একটা শিরোপা জেতার আগেই ক্যারিয়ারে ৪৪৭টি গোল করে ফেলেছেন প্রজন্মের অন্যতম সেরা এ স্ট্রাইকার। ১৩ বছর আগে টটেনহ্যামে যোগ দেওয়ার পর একবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দলকে তুলেছেন তিনি।

×