ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ঘরে বসেই জেনে নিন—আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে

প্রকাশিত: ১৮:৩০, ৫ মে ২০২৫

ঘরে বসেই জেনে নিন—আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে

ছবি: সংগৃহীত

এখন আর সিম রেজিস্ট্রেশন তথ্য জানার জন্য কোথাও যেতে হবে না। ঘরে বসেই সহজেই জেনে নিতে পারবেন, আপনার জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা হয়েছে এবং সেই সিমগুলো কার মালিকানায় রয়েছে।

এর জন্য আপনাকে শুধুমাত্র আপনার ব্যবহৃত সিম অপারেটরের নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করতে হবে। নিচে ধাপে ধাপে জানানো হলো কীভাবে এটি করবেন:

১. প্রথমে আপনার মোবাইল অপারেটরের অফিসিয়াল অ্যাপটি Google Play Store বা App Store থেকে ডাউনলোড করুন (যেমন: MyGP, MyBL, MyRobi, MyAirtel ইত্যাদি)।


২. অ্যাপটি ইনস্টল করে নিন এবং প্রয়োজনীয় অনুমতি দিন।


৩. অ্যাকাউন্ট বা প্রোফাইল সেকশনে প্রবেশ করুন।


৪. সেখানে ‘SIMs You Own’ বা অনুরূপ একটি অপশন পাবেন।


৫. নিজের এনআইডি নম্বরের শেষ চারটি ডিজিট লিখে ‘Continue’ চাপুন।

এরপর আপনি দেখতে পাবেন—আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এবং প্রতিটি সিমের বর্তমান মালিক কে।

নিরাপত্তা ও পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। যদি কোনো অচেনা সিম আপনার এনআইডিতে রেজিস্ট্রেশন করা থাকে, তবে দ্রুত সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার-এ যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।

 

সূত্র: https://youtube.com/shorts/dr0pgAf4Rnc?si=rnKbyIgJvegaapn1

আবীর

×