ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

জিডি করলে কী কী আইনগত সহায়তা পাওয়া যায়?

প্রকাশিত: ২১:৫৮, ৫ মে ২০২৫

জিডি করলে কী কী আইনগত সহায়তা পাওয়া যায়?

ছবিঃ সংগৃহীত

একটি সাধারণ ডায়েরি বা জিডি (General Diary) হলো পুলিশের কাছে কোনো ঘটনার লিখিত অভিযোগ বা তথ্য সংরক্ষণের একটি প্রক্রিয়া। অনেকেই জিডির গুরুত্ব বুঝেন না, অথচ এটি ভবিষ্যতে আইনগত সহায়তার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে।

জিডি মূলত প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কাজ করে। সাধারণত যেসব ঘটনার জন্য মামলা হয় না, কিন্তু আইনগতভাবে সংরক্ষণ করা দরকার, সেসব ক্ষেত্রে জিডি করা হয়। যেমন: কারো নিখোঁজ হওয়া, হুমকি পাওয়া, সন্দেহজনক গতিবিধি দেখা, মুঠোফোন, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা কাগজপত্র হারানো। অথবা ভবিষ্যতে বিপদের আশঙ্কা থাকলে কিংবা পরিবার বা সমাজে কারো বিরুদ্ধে সহিংসতা, মানসিক নির্যাতনের শঙ্কা থাকলে জিডি করা যায়।

জিডি করলে যে ধরনের আইনগত সহায়তা পাওয়া যায় তা হলো, জিডির কপি ভবিষ্যতে আদালতে বা পুলিশি তদন্তে প্রাথমিক প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য। যদি জিডির ভিত্তিতে পুলিশ মনে করে কোনো অপরাধ সংঘটনের সম্ভাবনা রয়েছে, তাহলে তারা তদন্ত বা নজরদারি শুরু করতে পারে। যদি মোবাইল ফোন বা পরিচয়পত্র হারিয়ে গিয়ে থাকে, তাহলে জিডি করলে সেটি ফেরত পেতে বা নতুন কপি পেতে সহায়তা পাওয়া যায়।

এছাড়া যদি কারো কাছ থেকে হুমকি পান বা আশঙ্কা থাকে, জিডি করে পুলিশের সহায়তা চাওয়া যায়। এতে পুলিশ নজরদারি বাড়াতে পারে। যদি ভবিষ্যতে বড় কোনো ঘটনা ঘটে, তখন জিডির মাধ্যমে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি আগেই পুলিশের কাছে বিষয়টি জানিয়েছিলেন। যদি কখনো সেই ঘটনাটি নিয়ে আদালতে যান, তখন জিডির কপি অনেক গুরুত্বপূর্ণ লিগ্যাল ডকুমেন্ট হিসেবে বিবেচিত হয়।

জিডি মানেই মামলা নয়। এটি এক ধরনের সতর্ক সংকেত—যা আইনগত সুরক্ষা পাওয়ার একটি শক্তিশালী মাধ্যম। ছোট একটি ঘটনা মনে হলেও, সেটি পরবর্তীতে গুরুতর রূপ নিতে পারে। তাই কোনো কিছু ঘটলে দেরি না করে জিডি করা বুদ্ধিমানের কাজ।

সূত্রঃ https://www.facebook.com/share/r/1DxE5UgGq7/

 

আরশি

×