ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

মিথ্যা মামলা হলে কী করবেন?

প্রকাশিত: ২১:১৭, ৪ মে ২০২৫

মিথ্যা মামলা হলে কী করবেন?

ছবি: সংগৃহীত

আইনজীবী ইমরান হোসেন বলেন, "কেউ যদি আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করে, তা হলে সেক্ষেত্রে মামলা মোকাবিলা ছাড়া আর কোনো বিকল্প নেই। পালিয়ে থেকে বা এড়িয়ে গিয়ে মামলা থেকে রেহাই পাওয়া সম্ভব নয়।
 
আপনার নামে মামলা হলে আদালত সমন জারি করবে। সেই সমনের ভিত্তিতে আপনাকে অবশ্যই আদালতে একজন আইনজীবীর সহায়তায় উপস্থিত হতে হবে এবং নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে হবে।
 
পরবর্তীতে মামলাটি বিচারপর্বে (ট্রায়ালে) গড়াবে। সেখানে আপনি নির্দোষ প্রমাণিত হলে আদালত আপনাকে খালাস দিতে পারে। কিন্তু আপনি যদি পালিয়ে থাকেন বা আদালতে না যান, তবে একতরফা বিচার কার্যক্রম চলতে থাকবে এবং এক পর্যায়ে আপনার অনুপস্থিতিতেই আপনার বিরুদ্ধে রায় চলে যেতে পারে। এতে আপনার সাজাও হতে পারে।
 
অতএব, যদি আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়, তবে ভয় না পেয়ে তা যথাযথভাবে মোকাবিলা করুন। আইন মেনে চললে এবং যথাযথ আইনি সহায়তা নিলে আপনি ন্যায়বিচার পাবেন।"
  
সূত্র: https://youtube.com/shorts/Sn4hwSmyL4A?si=TLwzSWf0E4zwXgwI

আবীর

×