ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

মিথ্যা যৌতুকের মামলার ব্যাপারে আইন যা বলে

প্রকাশিত: ১৯:৫২, ৩ মে ২০২৫

মিথ্যা যৌতুকের মামলার ব্যাপারে আইন যা বলে

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে কিছু স্বার্থান্বেষী পক্ষ স্বামী বা তার পরিবারের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা যৌতুক মামলা করে থাকেন, যা সমাজে এক উদ্বেগজনক প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। তবে আইনে রয়েছে এর বিরুদ্ধে প্রতিকার ও যথাযথ শাস্তির বিধান।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী কেএন সীমা জানান, যদি কোনো নারী বা তার পরিবারের কেউ জেনে-বুঝে মিথ্যা যৌতুকের মামলা করে এবং তা আদালতে প্রমাণিত হয়, তাহলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পাল্টা মামলা করার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, যৌতুক নিরোধ আইনের ধারা ৬-এ স্পষ্টভাবে উল্লেখ আছে, কেউ যদি মিথ্যা মামলা দায়ের করেন এবং তা প্রমাণিত হয়, তাহলে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

আইনজীবী সীমা আরও আশ্বস্ত করেন, যারা এই ধরনের মিথ্যা মামলার শিকার হয়ে দুশ্চিন্তায় ভুগছেন, তাদের ভয় পাওয়ার কিছু নেই। আইনের আশ্রয় নিয়ে তারা নিজেদের পক্ষে ন্যায়বিচার আদায় করতে পারেন।

 

সূত্র: https://youtube.com/shorts/efyhWoMrNyg?si=fZj1x5THVXJBRX5I

আবীর

×