ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

একই মামলায় শিশু ও প্রাপ্তবয়স্ক আসামি হলে কেমন হয় বিচার প্রক্রিয়া

প্রকাশিত: ২০:৩০, ২ মে ২০২৫; আপডেট: ২০:৩১, ২ মে ২০২৫

একই মামলায় শিশু ও প্রাপ্তবয়স্ক আসামি হলে কেমন হয় বিচার প্রক্রিয়া

বাংলাদেশের শিশু আইন, ২০১৩-এর ধারা ১৫ অনুযায়ী, যদি কোনো একই অপরাধে শিশু ও প্রাপ্তবয়স্ক ব্যক্তি একসঙ্গে অভিযুক্ত হন, তবে তাদের তদন্ত, চার্জশিট ও বিচারিক প্রক্রিয়া হবে সম্পূর্ণ আলাদাভাবে। এ আইন অনুযায়ী, ন্যায়বিচার ও শিশু-সুরক্ষার স্বার্থে এই ভিন্ন পথ নির্ধারিত হয়েছে।

আইন অনুযায়ী, কোনো একটি অপরাধে যদি একাধিক অভিযুক্তের মধ্যে কেউ শিশু হন এবং কেউ প্রাপ্তবয়স্ক হন, তবে তদন্তকারী সংস্থা (যেমন পুলিশ) দুই ধরনের পৃথক রিপোর্ট দাখিল করতে বাধ্য—একটি প্রাপ্তবয়স্কদের জন্য এবং অন্যটি শিশুর জন্য। এটি হতে পারে চার্জশিট বা ইনভেস্টিগেশন রিপোর্ট, মামলার ধরন অনুযায়ী।

আইনটি আরও বলছে, বিচারিক আদালতে মামলাটি পাঠানোর সময়ও এই বিভাজন বজায় রাখতে হবে। অর্থাৎ, প্রাপ্তবয়স্ক আসামির মামলা পাঠানো হবে সাধারণ দায়রা আদালতে, আর শিশু আসামির মামলা যাবে শিশু আদালতে।

শিশু আদালত হিসেবে দায়িত্ব পালনের নিয়মও আইনেই নির্ধারণ করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসমূহ সংশ্লিষ্ট এলাকায় শিশু আদালতের কার্যভার গ্রহণ করে থাকে। তবে কোনো জেলায় যদি নির্দিষ্ট শিশু আদালত বা ট্রাইব্যুনাল না থাকে, সে ক্ষেত্রে জেলার দায়রা জজই শিশু আদালতের বিচারকের দায়িত্ব পালন করেন।

আইন বিশ্লেষকরা বলছেন, এই ব্যবস্থার ফলে শিশুদের বিরুদ্ধে ওঠা অভিযোগে তাদের মানসিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত হয় এবং একই সঙ্গে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হয়। 

এসএফ
 

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার