
ছবিঃ সংগৃহীত
মুসলিম বিবাহে কাবিন হলো স্বামীর পক্ষ থেকে স্ত্রীর জন্য নির্ধারিত একটি আর্থিক অঙ্গীকার, যা আইনত স্ত্রীর পাওনা। অনেক সময় দেখা যায়, স্বামী কাবিনের টাকা পরিশোধ না করে তালাক দেন অথবা দাম্পত্য জীবন চলাকালীনই কাবিনের টাকা পরিশোধে গড়িমসি করেন। এ ক্ষেত্রে স্ত্রীর কী করণীয় এবং তালাকের আগে কাবিন কমানো কি সম্ভব? নিচে আইনি দৃষ্টিকোণ থেকে বিষয়টি ব্যাখ্যা করা হলো।
প্রথম ধাপে স্ত্রীর পক্ষ থেকে স্বামীর কাছে কাবিনের টাকার জন্য আইনজীবীর মাধ্যমে একটি আইনি নোটিশ পাঠানো যায়। এতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাবিন পরিশোধের অনুরোধ করা হয়। নোটিশের পরেও স্বামী টাকা না দিলে স্ত্রী মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ অনুযায়ী পারিবারিক আদালতে (Family Court) একটি কাবিন মোতাবেক দেনা আদায়ের মামলা দায়ের করতে পারেন।
এক্ষেত্রে যেসব প্রয়োজনীয় কাগজপত্র দরকার পড়তে পারে তা হলো, কাবিননামার কপি, বিবাহ নিবন্ধন সনদ ও তালাক হয়ে থাকে, তালাকনামার কপি। আদালত প্রমাণাদি যাচাই করে রায় দিলে, স্ত্রী ডিক্রি কার্যকর করে আদালতের মাধ্যমে অর্থ আদায়ের আবেদন করতে পারেন।
অন্যদিকে কাবিনের টাকা ডিভোর্সের আগে একতরফাভাবে অথবা কোর্টের মাধ্যমে কমানো সম্ভব নয়। কারণ, কাবিন একটি আইনানুগ চুক্তি। একবার নির্ধারিত হয়ে গেলে তা উভয়পক্ষের সম্মতিতে পরিবর্তন হতে পারে। স্ত্রী যদি সম্মত হন, তাহলে একটি নতুন চুক্তিপত্র (মিউচুয়াল রিভিশন এগ্রিমেন্ট) করে কাবিন কমানো যেতে পারে। তবে স্ত্রী সম্মতি না দিলে বা চাপে পড়ে রাজি হলে, তা আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে।
সূত্রঃ https://www.facebook.com/share/v/16Y6xDjh4h/
আরশি