
ছবি : সংগৃহীত
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব তুলে ধরে দলটি এবং রোহিঙ্গা সমস্যার সমাধানে চীনের সহযোগিতাও কামনা করে। যদিও পরবর্তীতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই বক্তব্য থেকে সরে আসেন।
তবে জামায়াতের এমন প্রস্তাবের কড়া জবাব দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। তারা বলেছে, এই প্রস্তাব মিয়ানমারের অখণ্ডতা ও সার্বভৌমত্বকে অবমূল্যায়ন করার সামিল। জান্তা সরকার অভিযোগ করে, রাজনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে জামায়াত এ ধরনের প্রস্তাব এনেছে।
মিয়ানমারের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ইরাবতি’ জানায়, জান্তা সরকার নতুন করে রোহিঙ্গাদের "বাঙালি শরণার্থী" আখ্যা দিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, রোহিঙ্গারা বহু প্রজন্ম ধরে রাখাইন রাজ্যে বসবাস করলেও তারা বাংলাদেশের নাগরিক, এবং তাই তাদের প্রত্যাবাসন নিয়ে তারা বারবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছে।
সূত্র:https://youtu.be/KHkiyg0n8B4?si=uwC8JI_9I_iTqHAu
আঁখি