ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

নিকুঞ্জে স্থায়ীভাবে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করলো এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৮, ২ মে ২০২৫

নিকুঞ্জে স্থায়ীভাবে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করলো এলাকাবাসী

ছবি: সংগৃহীত

গুলশানের পর এবার রাজধানীর নিকুঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করেছে এলাকাবাসী। বুধবার (৩০ এপ্রিল) নিকুঞ্জে এক স্কুল শিক্ষার্থীকে মারাত্মকভাবে আহত করার জেরে তৎক্ষনাৎ অটোরিকশা বন্ধের উদ্যােগ নেয় স্থানীয় এলাকাবাসী।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, নিকুঞ্জ-২, টানপাড়া ও জামতলায় অটোরিকশার সীমাহীন যন্ত্রণায় অতিষ্ঠ তারা। অনিরাপদ এই যানের বৈধ কোন কাগজপত্র না থাকা এবং চালকের নূণ্যতম প্রশিক্ষণ না থাকা, মাদকাসক্ত অপ্রাপ্তবয়স্ক চালকের কারণে গত ৬ মাসে কয়েক ডজন দূর্ঘটনা ঘটেছে। এছাড়াও প্রয়োজনের তুলনায় অধিক অটোরিকশা চলাচল করায় এলাকার রাস্তাগুলোতে হাঁটাই যেন মুশকিল হয়ে পড়েছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, আমাদের নিকুঞ্জ এলাকায় প্রায় সাতের অধিক অটোরিকশার গ্যারেজ রয়েছে। গ্যারেজগুলোতে সব মিলিয়ে অটোরিকশার সংখ্যা দুইশোরও বেশি। শুধু তাই নয় দিনকে দিন এই সংখ্যা বেড়েই চলেছে। যা রীতিমতো ভয়ংকর উদ্বেগজনক।

তিনি আরও বলেন, অটোরিকশা ও গ্যারেজগুলোর মালিক পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের পদধারী নেতা-কর্মী। দলের পতন হওয়ার পরও অটোরিকশা ব্যবসার আড়ালে তারা অটো সন্ত্রাস চলমান রেখেছেন। এদের শাস্তির আওতায় না আনা পর্যন্ত নিকুঞ্জ এলাকায় অটোরিকশা বন্ধের এমন উদ্যোগ পূর্ণতা পাবে না।

উল্লেখ্য, রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যৌথ অভিযান শুরু করার পরিকল্পনা নেয়া হয়েছে।

ঢাকা শহরের ভেতরে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনগুলো বন্ধ করতে শিগগিরই এ অভিযান শুরু করা হবে বলে জানা গেছে। 

আসিফ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার