
গোবিন্দগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের আরোহী তার মা ও বোন। নিহত মোটরসাইকেল চালক হাসান বাবু ওরফে সাগর উপজেলার তালুককানুপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে। শুক্রবার (২ মে) বিকেলে গোবিন্দগঞ্জ -দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাটা নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।
অপরদিকে একই দিন বিকেলে ঢাকা -রংপুর মহাসড়কের ফাঁসিতলা নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে।
রাজু