ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল

জয়পুরহাট জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩০, ৩ মে ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল

ছবি: জনকণ্ঠ

আওয়ামী লীগ নিষিদ্ধ ও দলটির বিচারের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ  মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ (০৩ মে) বেলা ১১ টায় শহিদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়। 

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাটের সংগঠক ফিরোজ আলমগীর, ওমর আলী বাবু, আশরাফুল ইসলাম ও বোরহান হোসেন। 

এসময় বক্তারা বলেন, দল হিসেবে আওয়ামী লীগ এবং খুনি হাসিনা ও তাঁর দোসরদের বিচার অবশ্যই হতে হবে৷ এই দাবি আদায়ে এনসিপি মাঠে আছে, থাকবে৷

আল মামুন/রবিউল

×