ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ঢাকায় মশা আতঙ্ক, মাঠে নামল ২০০ যোদ্ধা!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:২৫, ৩ মে ২০২৫; আপডেট: ১৩:৩২, ৩ মে ২০২৫

ঢাকায় মশা আতঙ্ক, মাঠে নামল ২০০ যোদ্ধা!

রাজধানীতে মৌসুমের বেশিরভাগ সময়ই নাগরিক যন্ত্রণার বড় কারণ মশা। আর এই কীট নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের উদ্যোগ নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। 

সামনেই বর্ষা মৌসুম। মশার প্রজনন নিয়ে তাই বাড়ছে শঙ্কা। এই অবস্থায় শনিবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে ২০০ জন পরিচ্ছন্নতা কর্মী নিয়ে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। 

একইসাথে নগরবাসীর মধ্যে সচেতনতা তৈরিতে র‍্যালির আয়োজন করা হয়। বিশেষ এই কর্মসূচীতে অংশ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া জানান, মশক নিধনের পুরো কার্যক্রমই রাখা হচ্ছে নজরদারিতে। কোনো গাফিলতি নেই এখানে। প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের একটা করে ইন্সপেক্টর আছে। আমাদের অফিসে একটি মনিটরিং সেল আছে। সেখান থেকে আমরা দেখতে পারি কে কোথায় কাজ করছে বা করছে না। কাজেই সবকিছু আমাদের পর্যবেক্ষণে আছে।’

সূত্র: https://www.youtube.com/watch?v=EzZLqjnTQ9g

মুমু

×