
ছবি: সংগৃহীত
গাজা অঞ্চলে ইসরায়েলের আক্রমণ সম্প্রসারণের লক্ষ্যে হাজার হাজার রিজার্ভ সেনাকে ডেকে পাঠিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সরকারের পক্ষ থেকে গাজায় যুদ্ধ সম্প্রসারণের ঘোষণা দেওয়ার পর একদিনের মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
রিজার্ভ সেনাদের লেবাননের সীমান্ত এবং অধিকৃত পশ্চিম তীরে মোতায়েন করা হবে, যেখানে তারা নিয়মিত সেনাদের জায়গায় দাঁড়িয়ে গাজায় নতুন আক্রমণ শুরুর নেতৃত্ব দেবে। খবরের ওয়েবসাইট Ynet এ এই তথ্য জানানো হয়েছে।
আগে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস জানায়, তিনি গাজা এবং সিরিয়ায় সাম্প্রতিক পরিস্থিতির কারণে ৭-১১ মে আযারবাইজানে পরিকল্পিত সফরটি পুনঃতফসিল করেছেন।
এসএফ
তথ্যসূত্র আল-জাজিরা