ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের দাবি

তিন রাফাল, এক মিগসহ ভারতের ৫ যুদ্ধবিমান ‘ভূপাতিত’

প্রকাশিত: ০৯:০১, ৭ মে ২০২৫

তিন রাফাল, এক মিগসহ ভারতের ৫ যুদ্ধবিমান ‘ভূপাতিত’

ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জানান, ভূপাতিত হওয়া বিমানের মধ্যে রয়েছে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সুখোই৩০ এবং একটি মিগ২৯।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, ‘গতকাল মধ্যরাতের পর ভারত কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরাবাদে কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাকিস্তান সেনাবাহিনী এর প্রতিশোধ নিতে শুরু করেছে।’

তিনি আরও জানান, ভারতীয় হামলায় পাকিস্তানে অন্তত আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে।

ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেন, ‘ভারতের পাঁচটি যুদ্ধবিমান, কয়েকটি ড্রোন এবং নিয়ন্ত্রণরেখা বরাবর কয়েকটি সামরিক ফাঁড়ি ধ্বংস করা হয়েছে।’

পাকিস্তানি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, পাকিস্তানের ভূখণ্ডে হামলার পরপরই ভারতীয় যুদ্ধবিমানগুলোকে লক্ষ্যবস্তু বানানো হয়। এর মধ্যে থাকা রাফাল ও সুখোই যুদ্ধবিমান বর্তমানে ভারতের মূল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম অংশ।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই ফ্রান্সের সঙ্গে আরও ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ভারত। ইতিমধ্যে ভারতীয় বাহিনীর হাতে থাকা ৩৬টি রাফালের সঙ্গে নতুন যুদ্ধবিমানগুলো যুক্ত হয়ে দেশটির বিমানবাহিনীর সক্ষমতা বাড়ানোর কথা ছিল।

এদিকে ভারত সরকারের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের হামলার জবাবে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযান শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও আজাদ কাশ্মীরের নয়টি স্থাপনায় আঘাত হানা হয়েছে। তবে ভারত দাবি করেছে, তাদের অভিযানে কোনো সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি।

এদিকে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি সীমান্তে পাকিস্তানের গোলাবর্ষণে তিনজন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়। এর পর থেকেই দুই প্রতিবেশী পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে, যা বর্তমানে সরাসরি সংঘাতে রূপ নিয়েছে।

 

সূত্র: রয়টার্স

রাকিব

×