ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

এক কড়াইয়ে রুটি-তরকারি

এনডিটিভি অবলম্বনে

প্রকাশিত: ২৩:৩৮, ৭ মে ২০২৫

এক কড়াইয়ে রুটি-তরকারি

এক কড়াইয়ে রুটি-তরকারি

কড়াইয়ের মাঝখানে আটার প্রলেপ দিয়ে একপাশে রুটি অন্যপাশে সবজি রান্না করছেন এক লোক। মজার সেই উদ্ভাবনী আইডিয়ার ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গেছে। ভিডিওর ভিউ সংখ্যা পাঁচ দিনেই ছাড়িয়েছে ১২২ মিলিয়ন! উমেশ নামের ওই ভারতীয় নাগরিক ভিডিওটি পোস্ট করেছেন। ফলোয়ারদের জন্য ফানি ভিডিও বানান তিনি। ৫৭ হাজারের মতো ফলোয়ার আছে তার। যার অনেকাংশ যুক্ত হয়েছে রান্নার ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পর।
ভিডিওটির ক্যাপশনে উমেশ লিখেছেন, ‘তাওয়া (কড়াই) নেই তো তাই।’ ১৫ সেকেন্ডের ভিডিওটিতে লাইক পড়েছে ২ মিলিয়নের বেশি। কমেন্ট প্রায় ১৩ হাজার। ফেসবুক ও অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভিডিওটি হাসির খোরাক জমিয়েছে।
এদিকে, কমেন্ট বক্সে মুন্সিয়ানা দেখিয়েছে দর্শকরা। পাঞ্জাবি অভিনেত্রী পারুল গুলাটি ভিডিওটিতে লিখেছেন, ‘আমার ইন্সটা ফিড আমাকে কখনো সারপ্রাইজড হতে দেয় না। ইস্ট অর ওয়েস্ট, ইন্ডিয়া ইজ বেস্ট।’ আরেকজন লিখেছেন, ‘আমি কতটা মাল্টিটাস্ক দেখুন।’ অন্য একজন বলেছেন, ‘এই টেকনলজি ভারতের বাইরে যেতে দেওয়া উচিত নয়।’- এনডিটিভি অবলম্বনে 

×