ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

পাকিস্তান সেনাবাহিনীকে পাল্টা হামলার পূর্ণ অনুমোদন!

প্রকাশিত: ২১:২৩, ৭ মে ২০২৫; আপডেট: ২১:২৪, ৭ মে ২০২৫

পাকিস্তান সেনাবাহিনীকে পাল্টা হামলার পূর্ণ অনুমোদন!

ছবি: সংগৃহীত

গত মধ্যরাতে ভারতের পক্ষ থেকে পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরের একাধিক এলাকায় চালানো ক্ষেপণাস্ত্র হামলার পর পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। ঘটনার পরপরই পাকিস্তান সরকার জরুরি নিরাপত্তা বৈঠক ডাকে এবং জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তান সেনাবাহিনীকে পাল্টা হামলার পূর্ণ অনুমোদন দেওয়া হয়। সামরিক বাহিনীকে ‘‘সংশ্লিষ্ট পদক্ষেপ’’ গ্রহণের জন্য অনুমোদন দিয়েছে পাকিস্তানের নিরাপত্তাবিষয়ক এই সর্বোচ্চ কমিটি।

সরকারি বিবৃতিতে জানানো হয়, "পাকিস্তান তার ভূখণ্ডে আক্রমণের প্রতিক্রিয়ায় নিজস্ব সময়, স্থান ও পদ্ধতি অনুযায়ী জবাব দেওয়ার অধিকার রাখে।" এই বিবৃতির মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে যে পাকিস্তানের প্রতিক্রিয়া শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও রয়েছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের এই হামলাকে “রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং নিরীহ নাগরিকদের বিরুদ্ধে আগ্রাসন” বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “সন্ত্রাসবাদের অজুহাতে বেসামরিক জনগণের ওপর হামলা কখনোই গ্রহণযোগ্য নয়।”

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ভারতীয় হামলার জবাবে পাকিস্তান এখনও সংযম প্রদর্শন করছে। তবে সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুত এবং প্রয়োজনমতো পাল্টা ব্যবস্থা নেওয়ার নির্দেশ পেয়েছে।

ফারুক

আরো পড়ুন  

×