
ছবি : সংগৃহীত
ভারত-পাকিস্তান সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেলাল খান। আজ ৭ মে, মঙ্গলবার তিনি নিজের ফেসবুক টাইমলাইনে যুদ্ধবিরোধী একটি বার্তা শেয়ার করেন।
বেলাল খান লিখেছেন, “যুদ্ধ মানেই মৃত্যু, যুদ্ধ মানেই ধ্বংস—সুতরাং এর পক্ষে থাকার মানেই হয় না। যুদ্ধ চাই না, শান্তি চাই।”
সাম্প্রতিক ভারত-পাকিস্তান সঙ্ঘাতের প্রেক্ষাপটে তার এই বার্তা সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্যের ঘরে একাত্মতা প্রকাশ করে শান্তির আহ্বানে সাড়া দিয়েছেন।
এর আগে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে মিসাইল হামলা চালায় ভারত। এর প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে পাকিস্তান। দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনার পরিপ্রেক্ষিতে যুদ্ধবিরোধী এই বার্তাটি সামাজিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে।
আঁখি