
লালমনিরহাটে আলোচিত স্কুলছাত্রী জান্নাতি হত্যা মামলার আইনজীবী জাকিউল হাসান সিদ্দিক রাসেল (জে এইচ রাসেল) হত্যার হুমকি পেয়েছেন। মঙ্গলবার (৬ মে) রাত ১১টার দিকে শহরের বালাটারী এলাকায় হেলমেট পরিহিত মুখোশধারী ৪-৫ জন ব্যক্তি তার পথরোধ করে হুমকি দেয়।
বুধবার (৭ মে) বিকেলে লালমনিরহাট জজকোর্ট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান আইনজীবী রাসেল। তিনি বলেন, “সেদিন রাতে আমি বাসা থেকে বেরিয়ে বালাটারীর দিকে যাচ্ছিলাম। হঠাৎ কয়েকজন হেলমেটধারী যুবক মোটরসাইকেলে এসে আমার পথরোধ করে। তারা আমাকে জানায়, ‘জন্নাতি হত্যা মামলা নিয়ে বেশি বাড়াবাড়ি করিস না, বাড়াবাড়ি করলে তোর সমস্যা হবে।’ তখন আমি ভয় পেয়ে যাই। আশপাশের লোকজন ছুটে এলে তারা দ্রুত সরে পড়ে।”
জান্নাতি হত্যা মামলাটি সম্প্রতি জেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। গত ১৬ এপ্রিল কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের চরশৌলমারী এলাকায় ভুট্টা খেত থেকে ষষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতির মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, স্থানীয় যুবক বেলাল হোসেন তাকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে মুখে মাটি গুঁজে দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে পুলিশ তাকে আটক করলে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
ঘটনার পর এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়ে। বেলালের বাড়িতে আগুন দেওয়া হয় এবং একাধিকবার থানা ঘেরাও, ঢাকা-বুড়িমারী সড়ক অবরোধ ও মানববন্ধনের মতো কর্মসূচি পালন করে স্থানীয়রা। বিষয়টি জাতীয় গণমাধ্যমেও প্রচার পায়।
আইনজীবী জে এইচ রাসেল জানান, তিনি মামলার আইনি প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত আছেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই তিনি কাজ করে যাচ্ছেন। হুমকির ঘটনায় তিনি নিরাপত্তা চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এসএফ