ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

কলাপাড়ায় পৌর শহরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১০:১৭, ৭ মে ২০২৫; আপডেট: ১০:১৮, ৭ মে ২০২৫

কলাপাড়ায় পৌর শহরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের রহমতপুর মহল্লায় মরা খাল থেকে অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার (৭ মে) সকালে কলাপাড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটিতে কাদামাখা রয়েছে। শরীরে পচন ধরেছে। দুর্গন্ধ ছড়াচ্ছে। স্থানীয়রা জানান, খালের পাশে দুর্গন্ধ পেয়ে তারা খুঁজতে গিয়ে কাদা ময়লার স্তূপের নিচে হতভাগী ওই নারীর মরদেহ দেখতে পান। মুখ ও শরীরের কিছু অংশ কাদা-ময়লার নিচে আটকা ছিল। তার পড়নে একটি প্রিন্টের ম্যাক্সি ও লাল রঙের পাজামা রয়েছে।  

লোকজনের ধারণা, কয়েক দিন আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। কারণ শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে।
খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে আইনগত পদক্ষেপ নিয়েছে।

মিরাজ খান

×