
ইলন মাস্ক, বিল গেটস, মার্ক জাকারবার্গ ও স্যাম অল্টম্যান
বিশ্বজুড়ে প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে চলছে জোর আলোচনার ঢেউ। ইলন মাস্ক, বিল গেটস, মার্ক জাকারবার্গ ও স্যাম অল্টম্যান—এই চার প্রযুক্তি মহারথী বলছেন, স্মার্টফোনের যুগ শেষের পথে। কিন্তু অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলছেন, স্মার্টফোন এখনই হারিয়ে যাচ্ছে না।
ইলন মাস্কের প্রতিষ্ঠিত নিউরালিঙ্ক ইতিমধ্যে মানুষের মস্তিষ্কে চিপ বসিয়ে কম্পিউটার নিয়ন্ত্রণের পরীক্ষা চালিয়েছে। তিনি মনে করেন, ভবিষ্যতে আমরা স্মার্টফোনের বদলে চিন্তার মাধ্যমেই যন্ত্র নিয়ন্ত্রণ করব।
বিল গেটস বিনিয়োগ করছেন এমন এক প্রযুক্তিতে যা আমাদের শরীরে লাগানো হবে—ইলেকট্রনিক ট্যাটু। এই ট্যাটু শরীরের তথ্য সংগ্রহ ও পাঠাতে পারবে, এমনকি স্মার্টফোনের অনেক কাজও তা করতে পারবে বলে ধারণা।
মেটার প্রধান মার্ক জাকারবার্গ মনে করেন, ২০৩০ সালের মধ্যে স্মার্টফোনের জায়গা নেবে অগমেন্টেড রিয়ালিটি (এআর) গ্লাস। এগুলো দিয়ে ব্যবহারকারীরা কথা বলা, ভিডিও দেখা, এমনকি কাজের অনেক কিছু করতে পারবেন—হাত ছাড়াই।
অ্যাপলের টিম কুক মনে করেন, স্মার্টফোন এখনও বহু বছর মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। সম্প্রতি আইফোন ১৬-এ যুক্ত করা হয়েছে নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার, যা এই ডিভাইসকে আরও শক্তিশালী করেছে।
তিনি বলেন, নতুন প্রযুক্তি আসবে ঠিকই, কিন্তু স্মার্টফোন থাকবে সেসবের সঙ্গী হয়ে।
তাহলে কি স্মার্টফোন সত্যিই হারিয়ে যাবে? নাকি নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আরও স্মার্ট হয়ে আমাদের সঙ্গে থাকবে? উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে প্রযুক্তির পরবর্তী অধ্যায়ের জন্য।
এসএফ