
ছবি: সংগৃহীত
প্রযুক্তি জায়ান্ট গুগল একটি নতুন চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনা উদ্যোগ শুরু করেছে বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার। ‘১০০ জিরোস’ নামের এই বহুবছর মেয়াদি প্রজেক্টটি গুগলকে সম্ভাব্য প্রজেক্ট খুঁজে পেতে, তাতে অর্থায়ন করতে এবং সহ-প্রযোজনা করতে সাহায্য করবে। এতে করে উৎপাদন খরচ বাড়া এবং আমদানিকৃত চলচ্চিত্রে সম্ভাব্য মার্কিন শুল্কের প্রেক্ষাপটে গুগল বিনোদন জগতে আরও বেশি প্রভাব ফেলতে পারবে বলে আশা করা হচ্ছে।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুসারে, ‘১০০ জিরোস’ প্রকল্পটি হলিউড-ভিত্তিক ট্যালেন্ট ফার্ম ও প্রযোজনা সংস্থা রেঞ্জ মিডিয়া পার্টনারস-এর সঙ্গে গুগলের একটি যৌথ উদ্যোগ। প্রতিষ্ঠানটি "আ কমপ্লিট আউননোউন" এবং "লংলেগস" সিনেমাগুলোর জন্য পরিচিত।
গুগলের এই নতুন পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য হলো তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্প্যাটিয়াল কম্পিউটিং (যা বাস্তব ও ভার্চুয়াল জগৎকে একত্রিত করে) সংক্রান্ত নতুন প্রযুক্তির বিস্তার ও গ্রহণযোগ্যতা বাড়ানো। উল্লেখযোগ্যভাবে, এই প্রকল্প এর আগেও স্বাধীন হরর ফিল্ম “কুখু”-র মার্কেটিংয়ে সহায়তা করেছে এবং লেটারবক্সড-এর তথ্য অনুযায়ী ‘১০০ জিরোস’ এই ছবির অন্যতম প্রযোজক ছিল।
গুগল এই বিষয়ে রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
২০২৩ সালের হলিউডে অভিনেতা ও লেখকদের যুগপৎ ধর্মঘটের পর থেকে উৎপাদন খরচ বেড়ে গেছে, যার পাশাপাশি বিদেশি নির্মিত চলচ্চিত্রে মার্কিন শুল্ক আরোপের সম্ভাবনাও রয়েছে-এই প্রেক্ষাপটে গুগলের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।
এর আগেও গুগল ও রেঞ্জ মিডিয়ার মধ্যে অংশীদারিত্ব ছিল। গত মাসে ঘোষণা করা হয়, আগামী ১৮ মাসে তারা এআই বিষয়ক চলচ্চিত্র নির্মাণে একসঙ্গে কাজ করবে। এই উদ্যোগের প্রথম দুটি ছবি “সুইটওয়াটার” ও “লুসিড” চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এই ধরনের উদ্যোগের মাধ্যমে গুগল হলিউডের সাংস্কৃতিক প্রভাব ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, বিশেষ করে জেমিনি-এর মত সেবার বিস্তার বাড়াতে চায়, যা ওপেনএআই-এর চ্যাটজিপিটি-এর প্রতিযোগী।
তবে বিজনেস ইনসাইডার জানায়, ‘১০০ জিরোস’-এর নির্মিত কনটেন্ট ইউটিউবে সরাসরি প্রকাশ করা হবে না। বরং নেটফিলিক্স-এর মতো প্রথাগত স্টুডিও ও স্ট্রিমিং পরিষেবায় বিক্রি করার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে তারা।
উল্লেখ্য, ইউটিউব ২০১৬ সালে "ইউটিউব অরজিনালস" চালু করে মূল কনটেন্ট প্রযোজনায় নাম লিখিয়েছিল। তবে ২০২২ সালে সেই প্রকল্প বন্ধ করে ইউটিউব ব্যবহারকারী-নির্মিত ভিডিও এবং টিকটক স্টাইলের শর্ট ভিডিও প্ল্যাটফর্ম "সর্টস"-এ ফোকাস বাড়ায়।
সূত্র: https://shorturl.at/xMvPG
মিরাজ খান