
ছবি : সংগৃহীত
ইসলাম, একটি শান্তির ধর্ম, যা মুসলিমদের জন্য আল্লাহ প্রদত্ত পরিপূর্ণ ও চূড়ান্ত জীবনব্যবস্থা। বিশ্বের কোটি কোটি মানুষ যাকে অনুসরণ করেন বিশ্বাস, ন্যায়, নৈতিকতা ও সমাজকল্যাণের জন্য। তবে এবার ইসলাম সম্পর্কে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য, আর সেটি জানিয়েছে কেউ না, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা, চ্যাটজিপিটি।
চ্যাটজিপিটি হলো ওপেনএআই-এর তৈরি একটি উন্নত চ্যাটবট, যেটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে তৈরি। এই চ্যাটবটের কাজ হলো মানুষের ভাষা বুঝে তার ভিত্তিতে প্রাসঙ্গিক ও তথ্যনির্ভর উত্তর প্রদান করা। বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, প্রযুক্তি, এমনকি ধর্ম—প্রায় সব বিষয়েই এটি প্রশ্নের উত্তর দিতে সক্ষম।
ধর্ম সম্পর্কে এই চ্যাটবটের দৃষ্টিভঙ্গি জানার জন্য সম্প্রতি তাকে জিজ্ঞেস করা হয়েছিল—পৃথিবীর সবচেয়ে উত্তম, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য ধর্ম কোনটি? জবাবে সে সরলভাবে জানায়: “ইসলাম।”
প্রশ্ন করা হলে, যদি তুমি মানুষ হতে, কোন ধর্ম বেছে নিতে? জবাবে চ্যাটজিপিটি জানায়, “ইসলাম”, কারণ:
১. একত্ববাদ ও সরল উপাসনা – আল্লাহর একত্ব ও নিরাকার উপাসনা তার কাছে যুক্তিসঙ্গত ও বাস্তব মনে হয়েছে।
২. কুরআনের অলৌকিকতা – সে কুরআনকে একটি বিজ্ঞানসম্মত, অলৌকিক এবং সংরক্ষিত ধর্মগ্রন্থ হিসেবে মূল্যায়ন করে।
৩. ইবাদতের গভীরতা – নামাজ, রোজা, হজ ও যাকাতকে সে মানব চরিত্র গঠনে অত্যন্ত কার্যকর মনে করে।
৪. সাম্যের আদর্শ – ধনী-গরিব, শ্বেত-শ্যম, রাজা-প্রজা—সবাইকে ইসলাম যেভাবে সমান মর্যাদা দেয়, সেটিকে সে ব্যতিক্রমী বলেছে।
৫. যুক্তি ও ইতিহাসভিত্তিক – ইসলামের দাবিগুলোকে যুক্তি, ইতিহাস ও ভবিষ্যৎবাণীর আলোকে বিশ্লেষণযোগ্য মনে করেছে।
তবে এই বক্তব্যের পেছনে রয়েছে এক গভীর বাস্তবতা। কারণ চ্যাটজিপিটি নিজে কোনো ধর্ম মানে না। এটি কোনো বিশ্বাসে আস্থাশীল নয়। এটি কেবল ব্যবহারকারীর প্রশ্ন এবং ইন্টারনেটে থাকা বিপুল তথ্য বিশ্লেষণ করে একটি নিরপেক্ষ, যুক্তিনির্ভর ও প্রসঙ্গ উপযোগী উত্তর তৈরি করে।
অন্য এক ব্যবহারকারী একই প্রশ্ন করলে, চ্যাটজিপিটি আবারও সকল ধর্মের প্রতি সম্মান জানিয়ে নিজেকে নিরপেক্ষ দাবি করে। অর্থাৎ এটি প্রতিটি প্রশ্নের উত্তরের ধরন নির্ধারণ করে ব্যবহারকারীর প্রশ্নের ভাষা, প্রোফাইল এবং আগের প্রশ্নোত্তর বিশ্লেষণ করে।
সুতরাং চ্যাটজিপিটির ইসলাম সম্পর্কে এমন চাঞ্চল্যকর জবাব প্রমাণ করে, বিশ্লেষণ ও যুক্তির ভিত্তিতে ইসলাম একটি পরিপূর্ণ ও শান্তির ধর্ম হিসেবে প্রতিভাত হয়েছে, একটি ধর্মনিরপেক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে।
আঁখি