
পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছালে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় দেশকে “সর্বোচ্চ সংযম” দেখানোর আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, “সামরিক সমাধান কোনো সমাধান নয়। এটি সহজেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।”
তিনি আরও বলেন, বেসামরিক মানুষদের লক্ষ্য করাকে গ্রহণযোগ্য নয় এবং দোষীদের ন্যায়সংগত ও বিশ্বাসযোগ্য পদ্ধতিতে বিচারের আওতায় আনতে হবে। গুতেরেস তার “সৌহার্দ্য প্রচেষ্টার” প্রস্তাব পুনর্ব্যক্ত করেন উভয় দেশের শান্তির স্বার্থে।
এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। পুতিন বলেন, “পেহেলগাম হামলার দোষীদের ও তাদের পৃষ্ঠপোষকদের বিচার নিশ্চিত করতে হবে।”
জাপানও ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে। জাপানি প্রতিরক্ষামন্ত্রী জেন নাকাতানি ও ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সন্ত্রাসবাদকে সর্বসমক্ষে মোকাবেলার ওপর গুরুত্বারোপ করেন।
সার্বিকভাবে, এই উত্তেজনার প্রেক্ষাপটে গুতেরেসের বক্তব্য ও আন্তর্জাতিক সমর্থনের বার্তাগুলো সংঘর্ষ প্রতিরোধে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হিসেবে দেখা হচ্ছে।
মুমু