ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ভাষা শেখা শুধু যোগাযোগ নয়, মস্তিষ্কেও আনে বিপ্লব

প্রকাশিত: ১১:৫৩, ৬ মে ২০২৫

ভাষা শেখা শুধু যোগাযোগ নয়, মস্তিষ্কেও আনে বিপ্লব

ছবি: সংগৃহীত

নতুন ভাষা শেখা শুধু যোগাযোগের একটি উপায় নয়, এটি আমাদের মস্তিষ্কের গঠন ও কার্যকারিতাকেও পরিবর্তন করে। গবেষণায় দেখা গেছে, একাধিক ভাষা জানা ব্যক্তিদের মস্তিষ্কে কার্যকরী পরিবর্তন ঘটে, যা তাদের চিন্তাশক্তি ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে।

ভাষা শেখার প্রয়োজন হতে পারে চাকরির কারণে, ভালোবাসার মানুষের জন্য, কিংবা কোনো অঞ্চলের সংস্কৃতি ও মানুষের প্রতি আগ্রহ থেকে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভাষা শেখা আমাদের মস্তিষ্কের জন্যও অত্যন্ত উপকারী।

মস্তিষ্কের জিমনাস্টিক্স: একটি নতুন ভাষা শেখা মানে হলো আপনার মস্তিষ্ককে ব্যায়াম করানো। যেমন শরীরচর্চায় পেশি শক্তিশালী হয়, তেমনি ভাষা শেখার সময় মস্তিষ্কের স্নায়ুতন্ত্র নতুনভাবে গঠিত হয়।

"একাধিক ভাষাভাষী মানুষ তথ্য প্রক্রিয়াকরণে একভাষাভাষীদের চেয়ে ভিন্নভাবে চিন্তা করেন," বলেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ডিয়েগোর নিউরোসায়েন্টিস্ট আর্তুরো হের্নান্দেজ।

ভাষা শেখার সময় মস্তিষ্কে দুটি প্রধান সার্কিট কাজ করে - একটি ভাষার শব্দ উপলব্ধি ও উচ্চারণের জন্য এবং অন্যটি নির্ধারণ করে কোন ভাষার শব্দ ব্যবহার করতে হবে।

মস্তিষ্কের ভাষা প্রক্রিয়াকরণে জড়িত গুরুত্বপূর্ণ অংশ হলো: ব্রোকা’স এলাকা: এটি মস্তিষ্কের ফ্রন্টাল লোব-এ অবস্থিত এবং ব্যাকরণ ও বাক্য গঠন নিয়ন্ত্রণ করে।

ওয়েরনিকি’স এলাকা: শব্দের অর্থ বোঝা এবং শব্দ মনে রাখার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ।

মস্তিষ্কে শারীরিক পরিবর্তন
২০২৪ সালে একটি জার্মান গবেষণায় দেখা যায়, সিরীয় শরণার্থীরা জার্মান ভাষা শেখার সময় তাদের মস্তিষ্কে কাঠামোগত পরিবর্তন ঘটে। এটি নিউরোপ্লাস্টিসিটি নামে পরিচিত - শেখার ফলে স্নায়ুগুলো নতুনভাবে সংগঠিত হয়।

এলিজাবেটটাউন কলেজের নিউরোসায়েন্টিস্ট জেনিফার উইটমেয়ার বলেন, "ভাষা শেখার ফলে ভাষা প্রক্রিয়াকরণ ও নির্বাহী কার্যক্রমে জড়িত মস্তিষ্কের ধূসর পদার্থ বৃদ্ধি পায়।" এটি শুধু গঠনগত পরিবর্তনই নয়, বরং কার্যকারিতাতেও উন্নতি ঘটায় - যেমন শব্দ মনে রাখা, নতুন শব্দ শনাক্ত করা, উচ্চারণে দক্ষতা অর্জন।

শিশুরা সহজে ভাষা শেখে:
গবেষণায় দেখা যায়, শিশুদের মস্তিষ্কে নমনীয়তা বেশি থাকায় তারা সহজেই নতুন ভাষা শিখতে পারে। প্রাপ্তবয়স্কদের মস্তিষ্ক ইতোমধ্যে প্রথম ভাষা শেখার মাধ্যমে গঠিত হয়ে গেছে, ফলে দ্বিতীয় ভাষা শেখার সময় তারা তুলনামূলক বেশি বাধার সম্মুখীন হয়।

হের্নান্দেজ বলেন, "প্রাপ্তবয়স্কদের মস্তিষ্ক প্রথম ভাষার উপর ভিত্তি করে গঠিত, তাই নতুন ভাষাকে সেই কাঠামোর মধ্যে মানিয়ে নিতে হয়।"

ভাষা শেখা কি মানুষকে 'বুদ্ধিমান' করে তোলে?
গবেষণা বলছে, একাধিক ভাষা জানা ব্যক্তি স্মৃতিশক্তি ও সমস্যার সমাধানে দক্ষ হতে পারেন। কিন্তু এর মানে এই নয় যে তারা 'বুদ্ধিমান'। "ভাষাভাষী ব্যক্তিদের শব্দভাণ্ডার বেশি, তারা বেশি শব্দ ও ধারণা জানেন," বলেন হের্নান্দেজ। তবে এটি বুদ্ধিমত্তার পরিমাপক কিনা, তা নিশ্চিত নয়।

বিজ্ঞানীরা বলেন, ভাষা শেখা ও বুদ্ধিমত্তার সম্পর্ক জটিল এবং একে এককভাবে নির্ণয় করা কঠিন, কারণ শিক্ষাগত পটভূমি ও পরিবেশসহ আরও অনেক বিষয় এ ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।

একাধিক ভাষা শেখার ফলে আপনি শুধু নতুন সংস্কৃতি ও অভিজ্ঞতার দ্বার উন্মোচন করেন না, বরং আপনার মস্তিষ্কের ক্ষমতাও বাড়ান। এটি যেমন ভাষাগত দক্ষতা উন্নত করে, তেমনি দীর্ঘমেয়াদে মানসিক স্বাস্থ্যের জন্যও উপকারী।


সূত্র: https://shorturl.at/RDfK9

মিরাজ খান

×