ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

একই দিনে ইয়েমেন, লেবানন, সিরিয়া ও গাজায় হামলা চালাল ইসরায়েল

প্রকাশিত: ১৩:৫৫, ৬ মে ২০২৫

একই দিনে ইয়েমেন, লেবানন, সিরিয়া ও গাজায় হামলা চালাল ইসরায়েল

ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যজুড়ে একযোগে আগ্রাসী হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা, লেবানন, সিরিয়া এবং ইয়েমেন—এই চারটি অঞ্চলে একদিনেই ভয়াবহ বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে। এর ফলে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (৫ মে) গাজা উপত্যকায় চালানো ইসরায়েলি হামলায় অন্তত ৫৪ জন ফিলিস্তিনি নিহত হন। গাজার মিডিয়া অফিস জানিয়েছে, অঞ্চলটির হাসপাতালগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই। ফলে হাজার হাজার আহত ও অসুস্থ মানুষের জীবন চরম ঝুঁকিতে পড়েছে।

এছাড়া লেবাননের পূর্বাঞ্চলীয় জান্তা শহর ও শারা পাহাড়ে ছয়টি বিমান হামলা, দক্ষিণ লেবাননের স্রিফা ও টাইর হারফায় ড্রোন হামলায় চারটি স্থাপনা ধ্বংস হয়। ইসরায়েলি বাহিনীর দাবি, এসব হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর ঘাঁটি ও গোপন অস্ত্রাগার।

সিরিয়ায় সীমান্ত পেরিয়ে লেবানন-সংলগ্ন পার্বত্য শহর সরঘায়া-তে হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এটিকেও হিজবুল্লাহ-সংশ্লিষ্ট স্থাপনা বলে উল্লেখ করেছে।

অন্যদিকে, ইয়েমেনের হুদাইদা বন্দর এলাকা ও রাজধানী সানার নিকটে একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। হুতি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি জানায়, হুদাইদায় ছয়টি এবং সানার পাশে তিনটি হামলার ঘটনা ঘটে। হুতিরা এসব হামলাকে ‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলি আগ্রাসন’ বলে অভিহিত করেছে।

ইসরায়েলি সামরিক সূত্র জানিয়েছে, পুরো অভিযানে প্রায় ৩০টি যুদ্ধবিমান অংশ নেয়, যার মূল লক্ষ্য ছিল রেড সি অঞ্চল ঘিরে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ঘাঁটি ধ্বংস করা।

এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে, যা যেকোনো সময় বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নুসরাত

×