ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত

প্রকাশিত: ১৭:৩৭, ৬ মে ২০২৫

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত

ছবি: সংগৃহীত

রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন।

আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও আরশাদুর রউফ।

চিন্ময় কৃষ্ণ দাসের আরেক আইনজীবী অপুর্ব কুমার ভট্রচার্য্য জানান, এ আদেশের জাজমেন্ট বের হলে নিয়মিত আপিল করা হবে।

আবীর

×