
ছবিঃ সংগৃহীত
মডেল ও অভিনেত্রী রিয়া মনি অভিনীত নাটকগুলোও বেশ সাড়া ফেলেছে। দিনে দিনে দর্শকদের নজরে আসছেন এই অভিনেত্রী। তবে কেবল ছোটপর্দাতেই আটকে থাকা বড়পর্দাকেই গন্তব্য বানাতে চান তিনি।
দেখতে লাস্যময়ী এই অভিনেতত্রীর দর্শকদের ভালো ভালো কাজ উপহার দেওয়ার পাশাপাশি নিজের জায়গা পোক্ত করার দৃঢ় সংকল্পও রয়েছে। সামাজিক মাধ্যমে নানা রূপ-সাজে সাজতেন তিনি। কিছু সাজের জন্য অবশ্য সমালোচিতও হয়েছেন তিনি। তবে গত রোজার ঈদে মোস্তফা খান সিহানের পরিচালনায় ঈদের বিশেষ নাটক ‘ফুলপুর’-এ অভিনেতা আরশ খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজ-ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও কথা বলেন তিনি। একটা সময় নেটিজেনদের আলোচনার কেন্দ্রে ছিল রিয়া মনির লুক। আদতে তাদের অনেকে শুরুতে তাকে ছেলে মনে করতেন। কারণ তার হেয়ারকাট থেকে শুরু করে পোশাক-আশাকে ছিল বৈচিত্র্য।
এটাই শেষ নয়, বয়কাট করার পর নাকি মেয়েদের থেকে প্রেমের প্রস্তাবও পেয়েছেন তিনি। রিয়া মনি বলেন, ‘দুই বছর আগে যখন চুল একেবারেই শর্ট করে ফেলি, তখন আমি স্বাভাবিকভাবে বাইরে ক্যাফেতে কিংবা বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করি। আমি খেয়াল করি ছেলেদের চেয়ে বেশি মেয়েরাই আমাকে ফোকাস করছে। সে জায়গা থেকে আমি সত্যি কথা বলব— মেয়েরা ভাবত আমি ছেলে। কারণ আমার আউটফিট, সবকিছু মিলিয়ে ভাবত ছেলে। তো সে জায়গা থেকে আমিও মেয়েদের প্রপোজ পেয়েছি।’
এ প্রসঙ্গে রিয়া বলেন, ‘আমি সে ব্যাপারটা খুব এনজয় করেছি। অন্য মেয়েরা বয়কাট করলেও তাদের মেয়েই মনে হয়। কিন্তু এই কাজ আমি করলে বিষয়টি পুরো ছেলে।’ আর মেয়ে হয়ে মেয়েদের প্রপোজ পাওয়াটা তো একটু মজার বিষয় বলে জানান রিয়া মনি।
আরশি