ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে

বাংলাদেশ ডেনিম এক্সপোর ১৮তম আসর বসবে সোমবার

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২২:৩০, ৬ মে ২০২৫

বাংলাদেশ ডেনিম এক্সপোর ১৮তম আসর বসবে সোমবার

ডেনিম শিল্পের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন

ডেনিম শিল্পের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’র ১৮তম আসর আগামী ১২ ও ১৩ মে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডেনিম উৎপাদনে সর্বশেষ উদ্ভাবন, টেকসই প্রযুক্তি এবং বৈচিত্র্যময় পণ্য প্রদর্শনের পাশাপাশি বাংলাদেশের সক্ষমতা ও বৈশ্বিক ডেনিম শিল্পে শক্তিশালী অবস্থান তুলে ধরতে বরাবরের মতো এই আয়োজন করছে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ। সোমবার আয়োজক সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেনিম এক্সপোর এবারের আসরে ১৪টি দেশ থেকে ৬২টি কোম্পানি অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ তাদের উদ্ভাবিত ও উৎপাদিত বস্ত্র, পোশাক, সুতা, যন্ত্র, উৎপাদনে ব্যবহৃত সরঞ্জাম ও উপকরণ প্রদর্শন করবে। পাশাপাশি বিশ্বের নানা প্রান্তের ডেনিমপ্রেমী, ডেনিম উৎপাদনকারী, ক্রেতা, ফ্যাশন ডিজাইনার, শিল্প নেতৃবৃন্দ ও এ শিল্পে সাসটেইনিবিলিটি নিয়ে কাজ করছেন এমন বিশেষজ্ঞ ও স্টেকহোল্ডাররা এ আয়োজনে অংশ নেবেন।

এতে আরও বলা হয়, ডেনিমপ্রেমী, শিল্প বিশেষজ্ঞ ও ফ্যাশন সচেতন মানুষদের একই প্ল্যাটফর্মে এনে ডেনিম শিল্পের কারিগরি উৎকর্ষ, নান্দনিকতা ও সৃজনশীলতাকে তুলে ধরা এই এক্সপোর অন্যতম লক্ষ্য। একইসঙ্গে টেকসই চর্চা, উদ্ভাবন উন্নয়ন এবং দায়িত্বশীল উৎপাদনে পারস্পরিক সহযোগিতা জোরদার করাও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
ডেনিম এক্সপোর অন্যতম আকর্ষণ হবে ‘ট্রেন্ড জোন’, যেখানে পরিবেশবান্ধব উপকরণ এবং ভবিষ্যৎমুখী ডেনিম ডিজাইন প্রদর্শিত হবে। 
পরিবেশবান্ধব ইন্ডিগো ডাই থেকে শুরু করে উদ্ভাবনী স্টাইলের ডিস্ট্রেসড বয়ফ্রেন্ড জিন্সসহ বৈচিত্র্যপূর্ণ ডিজাইন এখানে থাকবে, যা ব্র্যান্ড ও ডিজাইনারদের বৈশ্বিক ফ্যাশন ট্রেন্ড গঠনে অনুপ্রাণিত করবে। এক্সপোতে ডেনিম শিল্পের ভবিষ্যৎ সম্পর্কে গভীর ধারণা প্রদান করতে থাকছে শিক্ষামূলক কর্মশালা, প্রযুক্তিনির্ভর সেমিনার এবং ইন্টারঅ্যাকটিভ প্রদর্শনী।

এ ছাড়া ডেনিম শিল্পের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে- এমন বিষয়ে ২টি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এক্সপো’র ১ম দিন বিকেলে থাকবে ‘ওয়াশিং প্রক্রিয়ার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের ডেনিম শিল্পের অগ্রগতি’ এবং ২য় দিন বিকেলে ‘বাংলাদেশী ডেনিম ট্রেসেবিলিটি’র ওপর প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
এক্ষেত্রে প্যানেল আলোচক হিসেবে থাকবেন ওয়েল অব ওয়াশিং এর পরিচালক আব্দুস সামাদ, রুহরোজ আরবিটি লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ ডিরেক্টর আরিফ লাড্ডু, দ্য উলমার্ক কোম্পানির জিএম প্রসেসিং ইনোভেশন ও এডুকেশন এক্সটেনশন জুলি ডেভিস, বিটপি গ্রুপের সিওও (ওয়াশিং) কামাল উদ্দিন মিয়া, লুসাইন টেকনোলজিস এজি’র ইউরোপ ও আফ্রিকার বিক্রয় প্রধান মারকো ভলপি, পিওর কেমিক্যালস’র স্বত্বাধিকারী মো. ফরহাদ হোসেন, এলসি ওয়াইকিকি’র বিজনেস ম্যানেজার রাকিব ইমতিয়াজ, ভার্টেক্স ওয়্যার লিমিটেড প্রধান পরিচালনা কর্মকর্তা রেজা-ই-রাব্বি এবং ডিজাইনার ফ্যাশন লিমিটেড ও ডিজাইনার ওয়াশ লিমিটেড এর সিইও সোহেল রানা।

আয়োজন সম্পর্কে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন বলেন, ‘বাংলাদেশ ডেনিম এক্সপো কেবল দেশীয় প্রতিভার প্রদর্শনী নয়, এটি এখন একটি আন্তর্জাতিক সহযোগিতার প্ল্যাটফর্ম। বিশ্বের নামি ব্র্যান্ডগুলো এখানে এসে বাংলাদেশের এবং বিভিন্ন দেশের ডেনিম উৎপাদকদের সঙ্গে কাজ করছে। এর ফলে সৃষ্টি হচ্ছে উদ্ভাবন, সৃজনশীলতা ও প্রযুক্তির অসাধারণ সমন্বয়, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে এবং বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে সহায়ক হচ্ছে।’

×