ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

একদিনের ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম

প্রকাশিত: ২১:১১, ৬ মে ২০২৫

একদিনের ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম

ছবি: সংগৃহীত

দেশের সোনার বাজারে আবারও মূল্যবৃদ্ধি। মাত্র একদিনের ব্যবধানে ভালো মানের সোনার দাম বাড়ানো হয়েছে ৩,৬৬২ টাকা। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার নতুন মূল্য দাঁড়িয়েছে ১,৭৪,৯৪৮ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী বা পাকা সোনার দাম বাড়ার কারণেই এই সমন্বয় করা হয়েছে। আগামীকাল বুধবার (৭ মে) থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুস আরও জানিয়েছে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার ওপর ভিত্তি করেই নিয়মিত মূল্য হালনাগাদ করা হয়।

আগের দাম (২২ ক্যারেট): ১,৭১,২৮৬ টাকা
বর্তমান দাম (২২ ক্যারেট): ১,৭৪,৯৪৮ টাকা
বৃদ্ধি: ৩,৬৬২ টাকা

এসএফ

×